bsnl plans will discontinue soon
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার সস্তা রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয় উঠেছে। গত বছর জুলাই মাসে Jio, Airtel এবং Vodafone Idea তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। প্রাইভেট কোম্পানিদের টেক্কা দিতে সরকারী কোম্পানি একের পর এক নতুন রিচার্জ প্ল্যান চালু করছে।
বিএসএনএল বর্তমান সময় একমাত্র টেলিকম কোম্পানি যার কাছে 365 দিন থেকে শুরু করে 425 দিন এবং তারচেয়ে বেশি ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান রয়েছে। আজ আমরা এখানে বিএসএনএল এর একটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে যা বাকি কোম্পানিদের চিন্তা বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: 6000 টাকা পর্যন্ত সস্তা হল দুটি Samsung Galaxy 5G ফোন, একটিতে রয়েছে 32MP সেলফি ক্যামেরা
সরকারী কোম্পানির যেই প্ল্যানের আমরা কথা বলছি, সেটি হল 1999 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের। 2000 টাকার কম দামের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পুরো বছর রিচার্জ থেকে মুক্তি পেয়ে যাবেন। যার মানে এই প্ল্যানটি আজ রিচার্জ করালে আগামী বছর 2026 এ রিচার্জ করাতে হবে।
এই বার্ষিক রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পুরো 365 দিন পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া এতে ইন্টারনেটের জন্য মোট 600 জিবি ডেটা পাওয়া যাবে।
শুধু তাই নয়, গ্রাহকরা এতে ফ্রি 100 SMS সুবিধা দিচ্ছে কোম্পানি। এছাড়া সরকারী কোম্পানি এতে কিছু অতিরিক্ত সুবিধাও দিচ্ছে।
আরও পড়ুন: OnePlus 13 লঞ্চের সাথেই সস্তা হল 12GB RAM সহ OnePlus ফোন, একধাপে 12 হাজার টাকার কমল দাম