BSNL Rs 897 recharge plan for 180 days validity and unlimited call
সরকারী টেলিকম কোম্পানি BSNL বাজারে অন্যান্য টেলিকম কোম্পানি Jio, Airtel এর তুলনায় সস্তা রিচার্জ প্ল্যান অফার করে। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার রিচার্জ প্ল্যানে কম দামে দীর্ঘ ভ্যালিডিটি অফার করে। আপনিও যদি বিএসএনএল সিম ব্যবহার করেন তবে এই খবর আপনার কাজে আসবে।
আপনি যদি প্রতি মাসে দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি পেতে চান তবে বিএসএনএল একটি ভাল বিকল্প। ভারত সঞ্চার নিগম লিমিটেডের কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা কম খরচে দীর্ঘ মেয়াদ, ফ্রি কলিং, ডেটা এবং ফ্রি এসএমএস অফার করে। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানের দাম কত এবং সুবিধা কী।
আরও পড়ুন: 12 হাজার টাকার কম দামে 6000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনে দেদার ছাড়, জানুন কোথায় মিলবে এই অফার
বিএসএনএল এর পোর্টফলিওতে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। তারই মধ্যে রয়েছে একটি প্ল্যান যা 180 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানের দাম 1000 টাকার কম যা 895 টাকায় আসে।
গ্রাহকরা 180 দিন পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং করতে পারে। যার মানে পুরো 6 মাস কোনো রিচার্জের ঝামেলা থাকবে না।
সরকারী কোম্পানির এই 895 টাকার প্ল্যানে 90 জিবি ডেটা অফার করা হয়। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে। শুধু তাই নয়, গ্রাহকরা এই প্ল্যানে 100 SMS ফ্রি পাবেন প্রতিদিন।
আরও পড়ুন: 7000mAh বড় ব্যাটারি এবং সুপার ব্রাইট ডিসপ্লে সহ নতুন Oppo 5G ফোন লঞ্চ, দাম 17999 টাকা থেকে শুরু