BSNL
Bharat Sanchar Nigam Limited বা BSNL -এর তরফে 87 টাকার একটি প্ল্যান অফার করা হয়ে থাকে গ্রাহকদের। এই প্ল্যানটি সেই সব গ্রাহকদের জন্য ভীষণই উপকারী যাঁরা সস্তার প্ল্যান খোঁজেন, যেখানে অল্প দামে অনেক সুবিধা পাওয়া যায়। ফলে আপনি যদি সস্তায় ভালো প্ল্যান চান BSNL-এর এবং প্রিপেইড গ্রাহক হন তাহলে এটিকে বেছে নিতে পারেন। মনে রাখবেন BSNL সহ দেশের অন্যান্য টেলিকম সংস্থা কিন্তু শীঘ্রই তাদের ট্যারিফ রেট বাড়াতে চলেছে। ইতিমধ্যেই Airtel এর তরফে একাধিক সার্কেলে সর্বনিম্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে 155 টাকা করে দেওয়া হয়েছে। ফলে কম দিনের বৈধতা সহ যদি সস্তার কোনও প্ল্যান খুঁজে থাকেন তাহলে BSNL-এর গ্রাহকদের জন্য কিন্তু এটা একটা উপকারী প্ল্যান হতে চলেছে। এই প্ল্যানটি বহুদিনের। এটার বেশ বড় কাস্টমার বেস আছে। দেখে নিন এই প্ল্যানে কী কী সুবিধা পাবেন।
1. এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন 14 দিনের বৈধতা। এখানে রোজ 1 GB করে দৈনিক ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে মোট 14 GB ডেটা মিলবে।
2. গ্রাহকরা একই সঙ্গে এখানে আনলিমিটেড কল করার সুযোগ পাবেন। তবে এখানে কোনও ফ্রি মেসেজ পাঠানোর সুবিধা নেই।
3. এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে হার্ডি মোবাইল গেমস খেলার সুবিধা পাবেন।
তবে গ্রাহকরা চাইলে 100 টাকার মধ্যে 97 টাকার প্ল্যানটিকেও বেছে নিতে পারেন। এখানে 15 দিনের বৈধতা সহ রোজ 2 GB ডেটা মিলবে। অর্থাৎ মোট 30 GB ডেটা মিলবে। তবে এখানে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া গেলেও কোনও মেসেজ পাঠানোর সুবিধা থাকবে না। এখানে গ্রাহকরা Lokdhun কনটেন্টের সুবিধা পাবেন।
আর যদি আপনি কেবল ভয়েস কলের সুবিধা চান ডেটা বেনিফিট ছাড়া তাহলে আপনি 99 টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। এখানে গ্রাহকরা 18 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পেয়ে যাবেন।