BSNL Rs 439 prepaid plan offers Unlimited Calls and 300 SMS for 90 days validity
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান অফার করে। একদিকে Jio, Airtel Vi কোম্পানির গ্রাহকদের একগুচ্ছ টাকা খরচ করতে হচ্ছে। অন্যদিকে বিএসএনএল তার গ্রাহকদের সস্তা দামে রিচার্জ প্ল্যান অফার করছে। বিএসএনএল এর কাছে মোবাইল ইউজারদের দামি রিচার্জ প্ল্যান থেকে নিস্তার দিতে দীর্ঘ ভ্যালিডিটি সহ একটি সস্তা প্ল্যান রয়েছে।
বিএসএনএল এর 439 টাকার রিচার্জ প্ল্যান একটি STV ভাউচার। 500 টাকার কম দামে আসা এই প্রিপেইড প্ল্যানে একগুচ্ছ সুবিধা দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুবিধা পাবেন। এছাড়া এই রিচার্জ প্ল্যানে 300 SMS ফ্রি দেওয়া হয়।
আপনি যদি এই সস্তা রিচার্জ প্ল্যানটি কেনার কথা ভাবছেন তবে বলে দি যে এটি কোম্পানি ভয়েস অনলি প্ল্যান। যার মানে গ্রাহকরা এতে কোনো ডেটা সুবিধা পাবেন না। আপনার যদি ডেটার প্রয়োজন না হয় তবে এই সস্তা প্ল্যানটি আপনার কাজে আসবে।
এছাড়া কোম্পানির কাছে 90 দিনের ভ্যালিডিটি সহ আরেকটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 201 টাকায় আসে। এতে গ্রাহকরা 6 জিবি ডেটা পাবেন। সাথে থাকছে 300 মিনিট ভয়েস কলিং এবং 99 SMS এর সুবিধা।