BSNL এই বছর তার 4G এবং 5G সার্ভিস লঞ্চ করতে চলেছে। সরকারী টেলিকম কোম্পানি সারা দেশে 1 লক্ষ নতুন 4G মোবাইল টাওয়ার লাগাবে। পাশাপাশি, ভারত সঞ্চার নিগম লিমিটেড তার 5জি পরিষেবাও চালু করার প্রস্তুতি নিচ্ছে। বিএসএনএল তার সস্তা প্ল্যানে Jio, Airtel এর ঘুম উড়িয়ে দিয়েছে। কোম্পানির ওয়েবসাইটে 150 দিনের একটি সস্তা রিচার্জ প্ল্যান লিস্ট করা।
বিএসএনএল এর এই সস্তা রিচার্জ প্ল্যান 397 টাকা দামে আসে। এই প্ল্যানে গ্রাহকদের সিম পুরো 150 দিন পর্যন্ত এক্টিভ থাকবে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে পাওয়া সুবিধায় রয়েছে আনলিমিটেড কলিং এবং ফ্রি নেশনাল রোমিং সুবিধা।
আরও পড়ুন: 12 হাজার টাকার কম দামে Samsung 5G ফোন কেনার সুযোগ, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা রয়েছে
বলে দি যে বিএসএনএল এর এই রিচার্জে দেওয়া সুবিধা মাত্র 30 দিন পর্যন্ত পাওয়া যাবে। বাকি দিনগুলিতে আপনার সিম 150 দিন পর্যন্ত এক্টিভ থাকবে।
ডেটার ক্ষেত্রে এই সস্তা রিচার্জ প্ল্যানে 30 দিনের জন্য প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা দেওয়া হবে। সেই হিসেবে এতে মোট 60 জিবি ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে 100 SMS প্রতিদিন।
গ্রাহকরা চাইলে 30 দিনের পর কলিং এবং ডেটার জন্য অন্য প্ল্যান রিচার্জ করাতে পারবেন।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Realme P3 Pro 5G ফোনের ডিজাইন, লিক হল ছবিতে প্রথম লুক