BSNL reduced validity of several prepaid recharge plans
BSNL তার লক্ষ লক্ষ গ্রাহকদের বড় ঝটকা দিয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড চুপিসারে 8টি সস্তা রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কম করে দিয়েছে। বিএসএনএল এর তরফে প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে, যার ফলে ডেটা এবং SMS সুবিধাও কম হয়ে গেছে। কোম্পানিটি তাদের একটি প্ল্যানের ভ্যালিডিটি 36 দিন পর্যন্ত কম করে দেয়। যার মানে বিএসএনএল এর 8টি প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। আসুন এই বিএসএনএল প্রিপেইড প্ল্যান সম্পর্কে আরও জেনে নেওয়া যাক…
বিএসএনএল তার এই প্ল্যানে 36 দিনের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। আগে এই প্ল্যান 336 দিনের ভ্যালিডিটি সহ আসত। তবে এখন গ্রাহকরা এতে 300 দিনের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ফ্রি নেশনাল রোমিং সুবিধা পাবেন। কোম্পানি এতে আগে 24GB ডেটা অফার করত। এখন এতে 32GB ডেটা অফার করা হবে।
আরও পড়ুন: Motorola এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম, জানুন ফিচার
সরকারী টেলিকম কোম্পানি 997 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 10 দিনে কমিয়ে দিয়েছে। আগে গ্রাহকদের এতে 160 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। কোম্পানি এখন এতে 150 দিনের ভ্যালিডিটি অফার করছে। প্ল্যানে পাওয়া অফার হিসেবে এতে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা প্রতিদিন এবং ফ্রি 100 SMS পাবেন। প্রতিদিন 2GB প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই প্ল্যানের ভ্যালিডিটি 15 দিন কমিয়েছে। আগে, গ্রাহকদের এই প্ল্যানে 180 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। এখন, গ্রাহকরা মাত্র 165 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে আগে 90GB ডেটা দেওয়া হত, কিন্তু এখন এটি 24GB ডেটা অফার করে। অতিরিক্তভাবে, এটি প্রতিদিন আনলিমিটেড কলিং এবং 100 বিনামূল্যে SMS অফার করে।
আরও পড়ুন: 125W ফাস্ট চার্জিং সহ Motorola প্রিমিয়াম ফোনে 10 হাজার টাকার সোজা ছাড়
সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল তার এই প্ল্যানে 14 দিনের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। এই প্ল্যানে আগে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। এখন এতে 70 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। প্ল্যানে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 3GB ডেটা সুবিধা পাওয়া যায়। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS ফ্রি।
বিএসএনএল কোম্পানি এই প্ল্যানে 10 দিনের ভ্যালিডিটি কম করে দিয়েছে। 90 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যান এখন মাত্র 80 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে আনলিমিটেড কলিং সহ 300 ফ্রি SMS সুবিধা দেওয়া হয়।
এই প্ল্যানের ভ্যালিডিটি 5 দিন কম করে দেওয়া হয়েছে। এখন এই প্ল্যানে 65 দিনের বদলে 60 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, গ্রাহকদের 10GB ডেটা এবং 300 ফ্রি SMS পাওয়া যাবে।
এই প্ল্যানের ভ্যালিডিটি 6 দিন কমিয়েছে। এই প্ল্যানে আগে 54 দিনের ভ্যালিডিটি ছিল। এখন, এটি 48 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এতে, গ্রাহকরা মোট 4GB ডেটা এবং 100 বিনামূল্যে SMS এর সুবিধা পাবেন।
আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 100W ফাস্ট চার্জিং এবং লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি সহ OnePlus 5G ফোন