সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL ইউজারদের বিভিন্ন রেঞ্জের প্রিপেইড প্ল্যান অফার করে । এই টেলিকম সংস্থার এমন কিছু দারুণ বেনিফিটের প্রিপেইড প্ল্যান রয়েছে যা জিও, ভোডাফোন- আইডিয়া, এয়ারটেলের প্রিপেইড প্ল্যানগুলিকে দেয় দারুণ টক্কর। একদিকে যেমন BSNL-র 365 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে 365 দিনের অ্যানুয়াল বেনিফিট অন্যদিকে 398 টাকার প্ল্যানে মিলছে 30 দিনের জন্য আনলিমিটেড ডেটা কোনোরকম স্পিড লিমিট ছাড়াই । এই আর্টিকেলে আজ আমরা জানবো 500 টাকার মধ্যে BSNL-র 2GB ও 3GB ডেইলি ডেটা লিমিটের প্ল্যানগুলি সম্পর্কে।
আসুন দেখে নেওয়া যাক BSNL-র 500 টাকার মধ্যে কি কি প্রিপেইড প্ল্যান অফার করছে-
BSNL-র 187 টাকার প্রিপেইড প্ল্যান BSNL-র 187 টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলের বেনিফিটসমেত। এছাড়া দেওয়া হচ্ছে 100 ফ্রি এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
BSNL-র 199 টাকার প্রিপেইড প্ল্যান BSNL-র 199 টাকার প্রিপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে 2GB ডেটা প্রতিদিন। সেইসঙ্গে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিং বেনিফিট 250 মিনিটের FUP লিমিট পর্যন্ত। প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন পর্যন্ত।
BSNL-র 247 টাকার প্রিপেইড প্ল্যান ও 250 টাকার প্রিপেইড প্ল্যান BSNL-র 247 টাকা ও 250 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে ডেইলি 3GB ডেটা মোট 40 দিনের জন্য। এই প্ল্যানদুটিতে মিলবে আনলিমিটেড কলের ফিচার 250 মিনিটের FUP লিমিট পর্যন্ত। এছাড়া পাওয়া যাবে প্রতিদিন 100 ফ্রি এসএমএস বেনিফিট।
BSNL-র 151 টাকা ও 251 টাকার ওয়ার্কফ্রম হোম প্রিপেইড প্ল্যান BSNL-র 151 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে মোট 40GB ডেটা, 28 দিনের ভ্যালিডিটিসমেত।
BSNL-র 251 টাকার ওয়ার্কফ্রম হোম প্রিপেইড প্ল্যান দেবে মোট 70GB ডেটা, যার ভ্যালিডিটি 28 দিন।
BSNL-র 365 টাকার অ্যানুয়াল প্রিপেইড প্ল্যান BSNL-র 365 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে প্রতিদিন 2GB ডেটা , প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলিং ফিচার। এছাড়া পাওয়া যাচ্ছে লোকধুন কনটেন্টের ফ্রি অ্যাক্সেস ও ফ্রি কলার টিউন বেনিফিট।
BSNL-র 398 টাকার প্রিপেইড প্ল্যান BSNL-র 398 টাকার প্রিপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ডেটা কোনো নির্দিষ্ট ডেটা লিমিট ছাড়াই। এই প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন 100 ফ্রি এসএমএসও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।
BSNL-র 447 টাকার প্রিপেইড প্ল্যান BSNL-র 447 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে মোট 100GB ডেটা। সেইসঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলের ফিচার। এই প্ল্যানের ভ্যালিডিটি 60 দিন।
Latest Article
Google pixel 10 Price drops by over Rs 10000 on amazon before republic day sale
Google এর লেটেস্ট Pixel 10 স্মার্টফোনে দেদার ছাড়, 10 হাজারের বেশি সস্তায় কেনার সুযোগ
Poco M8 5G first sale 13 January launch offer price Rs 15999 on Flipkart
লঞ্চ অফারে মাত্র 15,999 টাকায় কেনা যাবে Poco M8 5G স্মার্টফোন, আগামীকাল প্রথম সেল
Jio vs Airtel Plans under Rs 450 which is best and give more benefits
Jio vs Airtel: জিও এবং এয়ারটেল প্ল্যানে মাত্র 1 টাকার পার্থক্য, তবে একটিতে পাবেন 36 দিনের এবং একটিতে 28 দিনের ভ্যালিডিটি, জানুন কোনটি হবে সেরা বিকল্প
iFFALCON 55 inch Smart TV get price drop under rs 25000 in Flipkart
25 হাজার টাকারও কম দামে 55 inch Smart TV, হাই-পিকচার ডিসপ্লে সহ দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি বাড়িতেই মিলবে থিয়েটারের মজা
Buy Samsung Galaxy S24 5G phone just half price in amazon deals check offers
সোজা 37 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এখানে পাবেন সবচেয়ে বড় ছাড়
Jio Rs 450 Festive Offer Prepaid Plan With 36 Day Validity Launched
28 বা 30 নয়, পুরো 36 দিনের ভ্যালিডিটি সহ লঞ্চ হল Jio রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2GB ডেটা সহ আনলিমিটেড কলিংও
Smartphone tips to improve Battery life and how to fix battery drain
Smartphone Battery tips: মোবাইলের এই তিনটি সেটিং অন থাকলে খরচ হয় সবচেয়ে বেশি ব্যাটারি, বদলে নিন এখুনি
Jio vs Vi Rs 189 Recharge Plan Which is best Prepaid plan
189 টাকায় Jio নাকি Vi, 200 টাকার কম খরচে কার রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা, দেখুন তুলনা
Airtel 3GB per day Data Pack in Select Circles Launched
প্রতিদিন 3GB ডেটা সহ সস্তা রিচার্জ প্ল্যান আনল Airtel, দাম 40 টাকারও কম
Cyber Attack Instagram data breach affecting personal data 17 5 million users
1 কোটির বেশি Instagram ইউজারের ডেটা ফাঁস, রিপোর্টে দাবি, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্ট, জেনে নিন