BSNL এর এই প্রিপেইড প্ল্যানে রয়েছে 90 দিন পর্যন্ত ভ্যালিডিটি এবং ডেটা-কলিং

Updated on 17-Nov-2021
HIGHLIGHTS

BSNL কোম্পানি 75 টাকা এবং 94 টাকায় দুটি স্পেশ্যাল ট্যারিফ প্ল্যান অফার করছে

447 টাকার BSNL STV প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে মোট 100GB হাই-স্পিড ডেটা, ভ্যালিডিটি রয়েছে 60 দিন

395 টাকার BSNL ভাউচারে ইউজারদের অফার করা হচ্ছে 3000 মিনিটের ফ্রি অন-নেট কল

সরকারি মালিকানার অধীনে থাকা টেলিকম সংস্থা BSNL গ্রাহকদের জন্য 500 টাকা বাজেটের মধ্যে বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্যাকগুলিতে পাওয়া যাবে সর্বাধিক 90 দিনের ভ্যালিডিটি। 500 টাকা বাজেটের প্রিপেইড প্যাকগুলির মধ্যে কোনোটি আসছে ডেটা প্যাক হিসেবে আবার কোনো প্ল্যানে থাকছে শুধুমাত্র টকটাইম বেনিফিট। আবার কোনো কোনো প্যাক অফার করছে কম্বো প্ল্যানের সুবিধা।

BSNL কোম্পানির স্পেশ্যাল ট্যারিফ প্ল্যানগুলির দাম রয়েছে যথাক্রমে 75 টাকা এবং 94 টাকা। 75 টাকার প্রিপেইড প্যাকের ভ্যালিডিটি রয়েছে 50 দিন। এই প্ল্যানে BSNL অফার করছে মোট 2GB ফ্রি ডেটা এবং 100 মিনিটের ফ্রি কলিং। এই প্যাক আসছে ফ্রি রিংটোনের সুবিধার সাথে। 94 টাকার BSNL প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে মোট 3GB ডেটা, 100 মিনিটের ফ্রি কলিং। এছাড়া পাওয়া যাবে 60 দিনের PRBT বেনিফিট। এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 75 দিন। BSNL কোম্পানি 88 টাকার একটি ভয়েস কলিং ভাউচার অফার করে। যাতে দেওয়া হচ্ছে 90 দিনের ভ্যালিডিটি। এছাড়া 209 টাকার মোট 90 দিনের ভ্যালিডিটি পিরিয়ডের একটি BSNL কম্বো ভয়েস ভাউচারও রয়েছে । BSNL 198 টাকার একটি STV প্ল্যান অফার করছে যাতে পাওয়া যাবে 2GB করে ডেইলি ডেটা। এই প্ল্যানে ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 40 Kbps স্পিডে। এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 50 দিন।

এছাড়াও BSNL 209 টাকার একটি STV প্ল্যান অফার করছে যার ভ্যালিডিটি রয়েছে 90 দিন।

BSNL কোম্পানি 247 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করছে যেখানে ইউজার পাবেন মোট 50GB হাই স্পিড ডেটা। এই প্ল্যান আসছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সাথে। তবে ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 80 Kbps স্পিডে। এই প্যাকে ইউজারেরা পাবেন ডেইলি ফ্রি 100 এসএমএস এবং ফ্রি রিংটোনের সুবিধা। প্যাকের ভ্যালিডিটি রয়েছে 30 দিন। BSNL 298 টাকায় একটি স্পেশ্যাল ট্যারিফ ভাউচার অফার করে। এই ভাউচারের ভ্যালিডিটি রয়েছে 56 দিন। আসছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 1GB ডেটা এবং ফ্রি ডেইলি 100 এসএমএস বেনিফিটের সাথে। 
319 টাকার একটি প্রিপেইড প্ল্যানে BSNL অফার করছে আনলিমিটেড কলের বেনিফিট। ভ্যালিডিটি রয়েছে 75 দিন। 395 টাকার BSNL ভাউচারে ইউজারদের অফার করা হচ্ছে 3000 মিনিটের ফ্রি অন-নেট কল। এছাড়া আসছে 1800 মিনিটের ফ্রি অফ-নেট কলিং বেনিফিটের সাথে। এই প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে ডেইলি 2GB ডেটা এবং ভ্যালিডিটি রয়েছে 71 দিন।

BSNL কোম্পানি 429 টাকায় একটি ভাউচার অফার করছে যেখানে ইউজারেরা পাবেন ডেইলি 1GB করে হাই-স্পিড ডেটা। এছাড়া পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং এবং ErosNow অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। 447 টাকার BSNL STV প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে মোট 100GB হাই-স্পিড ডেটা। ভ্যালিডিটি রয়েছে 60 দিন। এছাড়া 499 টাকার BSNL প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে ডেইলি 2GB করে ডেটা। এই প্যাকে অফার করা হচ্ছে ডেইলি ফ্রি 100 এসএমএস। এই প্রিপেইড প্যাকের ভ্যালিডিটি রয়েছে 90 দিন। এই প্যাকের সাথে পাওয়া যাবে BSNL Tune এবং Zing অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

Connect On :