BSNL আবারও তার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। কোম্পানি তার একটি প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ডেটা দিচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড গত কিছু মাসে গ্রাহকদের জন্য একগুচ্ছ অফার চালু করেছে। বিএসএনএল তার অফিসিয়াল X হ্যান্ডেল থেকে নতুন অফারের ঘোষণা করেছে। আসুন বিএসএনএল এর রিচার্জ প্ল্যান এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিএসএনএল তার অফিসিয়াল X (টুইটার) তার অতিরিক্ত ডেটা অফারের ঘোষণা করেছে। কোম্পানি তার গ্রাহকদের 84 দিনের রিচার্জ প্ল্যানে সাথে এই অফার দিচ্ছে। বিএসএনএল এর পোস্ট অনুযায়ী, কোম্পানির 599 টাকার প্রিপেইড প্ল্যানে এই অফার পাওয়া যাবে।
আরও পড়ুন: কার্ভড ডিসপ্লে সহ আগামী মাসে আসছে Realme এর সস্তা ফোন, দাম হবে 15000 টাকা
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই রিচার্জে গ্রাহকরা প্রতিদিন 3 জিবি ডেটা সহ অতিরিক্ত 3 জিবি ডেটা এবং 100 SMS সুবিধা পাবেন। 84 দিনের এই রিচার্জে আনলিমিটেড কলিং, ফ্রি নেশনাল রোমিং সহ একগুচ্ছ সুবিধা থাকছে।
সরকারী টেলিকম কোম্পানির এই প্রিপেইড অফার শুধু BSNL Self Care App থেকে রিচার্জ করলে পাওয়া যাবে। গ্রাহকরা এই সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যানে কলিং, ডেটার পাশাপাশি, Zing, PRBT, Astrotell এবং GameOnService সার্ভিসের সুবিধা থাকছে।
আরও পড়ুন: 2000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Nothing CMF Phone 1, জানুন কোথায় পাবেন সস্তায়