BSNL Holi Offer - Rs. 2399 Plan
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য হোলি স্পেশাল প্ল্যান নিয়ে হাজির হয়েছে। আসলে কোম্পানি তার একটি প্ল্যানের ভ্যালিডিটি এক মাস পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বলে দি অতিরিক্ত ভ্যালিডিটির জন্য আলাদা টাকা খরচ করতে হবে না। এই প্ল্যানের বিষয় কোম্পানি তার X (টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছে।
কোম্পানি এর পোস্ট অনুযায়ী, বিএসএনএল এর 395 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি অতিরিক্ত দেওয়া হবে। যার মানে পুরো 425 দিনের ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা। 425 দিনের হিসেবে গ্রাহকরা প্রায় 14 মাস পর্যন্ত রিচার্জের ঝামেলা থেকে মুক্তি।
আরও পড়ুন: Airtel এর 84 দিনের প্ল্যানে কুপোকাত Jio, প্রতিদিন 2 জিবি ডেটা সহ মিলবে Disney Hotstar সাবস্ক্রিপশন
বিএসএনএল তার গ্রাহকদের জন্য 2399 টাকার প্ল্যানে 1 মাসের অতিরিক্ত ছাড় দিচ্ছে। এতে আগে 395 দিনের ভ্যালিডিটি অফার করা হত এবং প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যেত। কিন্তু হোলির উপলক্ষে কোম্পানি এই প্ল্যানে আরও সুবিধা দিচ্ছে। যার পরে এখন এতে 425 দিনের ভ্যালিডিটি এবং মোট 850 টাকার ডেটা পাওয়া যাবে।
এই প্ল্যানে দীর্ঘ ভ্যালিডিটির সাথে একাধিক সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা এতে আনলিমিটেড ফ্রি কলিং দেশের যেকোনো নেটওয়ার্কে করতে পারবেন। আনলিমিটেড ডেটা সহ প্রতিদিন 2 জিবি ডেটা এবং থাকছে প্রতিদিন 100 SMS ফ্রি।
আরও পড়ুন: Jio vs Airtel: JioHotstar এর সাবস্ক্রিপশন সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কার, কে দিচ্ছে বেশি সুবিধা