Affordable BSNL Prepaid plan offers 180 days long validity
BSNL দ্রুত তার 4G নেটওয়ার্কে পরিষেবা শুরু করতে চলেছে। পাশাপাশি, সরকারী টেলিকম কোম্পানি এছাড়া 5G পরিষেবাও পরীক্ষা করছে। কোম্পানি গত মাস পর্যন্ত 65,000 এরও বেশি নতুন ৪জি মোবাইল টাওয়ার চালু করেছে। সরকারী টেলিকম কোম্পানি নেটওয়ার্ক এক্সপেনশন এর পাশাপাশি প্রাইভেট টেলিকম কোম্পানিদের তাদের সস্তা প্ল্যানের মাধ্যমে কঠিন প্রতিযোগিতা দিচ্ছে। কোম্পানির কাছে দীর্ঘ ভ্যালিডিটি সহ অনেক প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ডেটা দেয়।
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কাছে একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 180 দিনের ভ্যালিডিটি সহ সস্তা প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 5 টাকার কম খরচ পরবে। বিএসএনএল এর এই প্ল্যান 897 টাকার দামে আসে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 180 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
আরও পড়ুন: Vivo T4x 5G ফোনে থাকবে 6500mAh ব্যাটারি, লঞ্চের আগে প্রকাশ্যে এল দাম
এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। এছাড়া থাকছে রোমিং সুবিধা। আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS ফ্রি থাকবে এই রিচার্জে। ডেটার ক্ষেত্রে গ্রাহকরা মোট 90 জিবি হাই স্পিড ডেটা পাবেন। এই ডেটা গ্রাহকরা কোনো লিমিট ছাড়াই ব্যবহার করতে পারবেন। ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকদের 40kbps এর স্পিড দিয়ে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাবেন।
বিএসএনএল ছাড়া শুধুমাত্র Vodafone Idea (Vi) এর কাছে 180 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান রয়েছে। বাকি Jio, Airtel এর কাছে এমন কোনো রিচার্জ প্ল্যান নেই।
আরও পড়ুন: Airtel এর 84 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান, Jio, BSNL এবং Vi এর উড়ল ঘুম