BSNL Launches New Rs 251
BSNL প্রাইভেট কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea কে টেক্কা দিতে কোথাও কম যাচ্ছে না। ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি তার গ্রাহকদের আকৃষ্ট করতে একাধিক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজরি হচ্ছে। এতেই এখন বিএসএনএল 251 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি গ্রাহকদের 1 টাকায় 1 জিবি ডেটা অফার করছে। 251 টাকার এই প্রিপেইড প্ল্যান একগুচ্ছ ডেটা সহ আসে।
বিএসএনএল এর 251 টাকার ডেটা ভাউচারটি সেই গ্রাহকদের কথা মাথায় রেখে আনা হয়েছে যারা IPL 2025 এর কোনো ম্যাচ মিস করতে চায় না। আসুন বিএসএনএল এর এই ডেটা ভাউচারে পাওয়া সুবিধার বিষয় জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: মাত্র 6799 টাকায় ভারতে লঞ্চ হল QLED Smart TV, কম খরচে সিনেমা হলের মজা এবার বাড়িতে
সরকারী কোম্পানি বিএসএনএল এর 251 টাকার প্ল্যানে 251 টাকার জিবি ফেয়ার ইউসেজ পলিসি (FUP) ডেটা পাওয়া যাবে। এই ডেটা ব্যবহার করার জন্য গ্রাহকদের কাছে বেস এক্টিভ প্রিপেইড প্ল্যানে থাকতে হবে। বলে দি যে বিএসএনএল এর 251 টাকার ডেটা ভাউচারে 60 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই রিচার্জে কোম্পানি গ্রাহকদের একগুচ্ছ ডেটা অফার করছে।
শুধু তাই নয়, এই প্ল্যানের বিশেষ জিনিস হল যে গ্রাহকরা মাত্র 1 টাকায় 1 জিবি ডেটা পাবেন। তবে বলে দি যে বিএসএনএল এর এই প্ল্যানে আনলিমিটেড কলিং বা SMS সুবিধা পাওয়া যাবে না। আপনি যদি কলিং এবং SMS ব্যবহার করতে চান তবে আলাদা করে রিচার্জ প্ল্যান কিনতে হবে।
কোম্পানির এই নতুন প্ল্যানটি অফিসিয়াল ওয়েবসাইট বা বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ থেকে কেনা যাবে।
আরও পড়ুন: আর চিন্তা নয়! Airtel এর বাম্পার চমক, কম খরচে 365 দিন রিচার্জের ঝামেলা থেকে মিলবে মুক্তি