BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) কোম্পানি তার প্রিপেইড রিচার্জ পোর্টফলিওতে নতুন OTT প্ল্যান লঞ্চ করেছে। এই ওটিটি প্ল্যানে একটি নয় বরং এক সাথে 17টি বেশি OTT প্ল্যানের ফ্রি এক্সেস পাওয়া যাবে। এগুলি কোম্পানির 3 এন্টারটেইনমেন্ট প্ল্যান, যার দাম মাত্র 28 টাকা থেকে শুরু হয়। বিএসএনএল এর প্ল্যানে 28 টাকা, 29 টাকা এবং 151 টাকার প্ল্যান রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে।
BSNL New Entertainment Plans
ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি তার অফিসিয়াল X (টুইটার) এর মাধ্যমে নতুন এন্টারটেইনমেন্ট প্ল্যানের বিষয় জানিয়েছে। এই পোস্টে কোম্পানি 151 টাকার প্ল্যানের তথ্য দিয়েছে।
বিএসএনএল এর 28 টাকার রিচার্জ প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে 7টি OTT সুবিধা পাওয়া যাবে। এতে Lionsgate Play, ETV Win, VROTT, Premiumflix, Nammflix, Gujari এবং Friday রয়েছে। এতে 9 কমপ্লিমেন্টারি ওটিটি পাওয়া যাবে।
29 টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যান
২৯ টাকার প্ল্যানের কথা বললে, এই প্ল্যানও 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানেও গ্রাহকদের 7 OTT প্ল্যাটফর্মের এক্সেস পাওয়া যায়। তবে এই প্ল্যানে আপনি ShemarooMe 2, LIONSGATEPLAY 3, Dangal Play 4, VROTT 5, Premiumflix 6, Gujari 7 Fridaay মতো প্ল্যাটফর্মের এক্সেস পাওয়া যাবে। এতেও 9টি কমপ্লিমেন্টারি ওটিটি দেওয়া হয়।
151 টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যান
১৫১ টাকার প্ল্যানেও 30 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এই প্ল্যানেও গ্রাহকরা 17টি OTT প্ল্যাটফর্ম এর এক্সেস পাবেন। এতে থাকছে SonyLIV, ShemarooMe, LionsgatePlay, SunNXT, DollywoodPlay, ETV Win, Aha, Aha Tamil, Dangal Play, Chaupal, Shorts, Chaupal Bhojpuri, VROTT, Premiumflix, Nammaflix, এবং Gujari মতো ওটিটি। এতেও আলাদা করে 9টি ওটিটি কমপ্লিমেন্টারি পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.