BSNL য়ের বাম্পার অফারের সময়সীমা বাড়ল, এটি জানুয়ারি পর্যন্ত ভ্যালিড থাকবে

HIGHLIGHTS

এই নিয়ে দ্বিতীয়বার BSNL তাদের এই বাম্পার অফারের ভ্যালিডিটি বাড়াল, এই অফারটি কোম্পানি আগে 19 নভেম্বর পর্যন্ত এই অফারটি চালু থাকবে বললেও এবার তারা জানাল যে এই অফারটি এবার 2019 সালের 31 জানুয়ারি পর্যন্ত বৈধ থাকবে

BSNL য়ের বাম্পার  অফারের সময়সীমা বাড়ল, এটি জানুয়ারি পর্যন্ত ভ্যালিড থাকবে

ভারতের টেলিকম সার্ভিসে এখন জিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে আজকাল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL প্রায়ই নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। আর আজকে আমরা আপনাদের এই বিষয়েই আরও একটি নতুন খবর দিতে চলেছি। আসলে BSNL এবার তাদের ধামাকা প্ল্যানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল। এই প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা নিজেদের ডাটার সঙ্গে প্রতিদিন এক্সট্রা 2.2GB ডাটা পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের নিশ্চই মনে আছে যে এই বছরের শুরুতে এই অফারটি লঞ্চ করা হয়েছিল আর এই লঞ্চের সময়ে কোম্পানি জানিয়েছিল যে এই অফারটি 2018 সালের 14 নভেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে। তবে এই অফারটি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পাওয়ার পরে এবার কোম্পানি এই প্ল্যানটি আরও কিছু দিন বাজারে রাখার কথা জানিয়েছে।

আপনাদের বলে রাখি যে এই নিয়ে দ্বিতীয়বার BSNL তাদের এই বাম্পার অফারের ভ্যালিডিটি বাড়াল। এই অফারটি কোম্পানি আগে 19 নভেম্বর পর্যন্ত এই অফারটি চালু থাকবে বললেও এবার তারা জানাল যে এই অফারটি এবার 2019 সালের 31 জানুয়ারি পর্যন্ত বৈধ থাকবে।

তবে এই প্ল্যান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এও জানানো হয়েছে যে BSNL য়ের এই বাম্পার অফার কিছু প্ল্যানেই কাজ করবে। এর মধ্যে BSNL য়ের এই প্রিপেড প্ল্যান গুলি আছে-186 টাকা, 429 টাকা, 485 টাকা, 666 টাকা আর 999 টাকা। আর এছাড়া এই 187 টাকা, 333 টাকা, 349 টাকা, 444 টাকা আর 448 টাকার প্ল্যানেও এই অফার কাজ করবে।

আর শুধু তাই না এর সঙ্গে 1,699 টাকা আর 2,099 টাকার দুটি লম্বা বৈধতার প্ল্যানকেও এই অফারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই দুটি প্ল্যান এক বছরের জন্য বৈধ। আর এই 1699 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডাতা আর 2099 টাকার প্ল্যানে প্রতিদিন 4GB ডাটা পাওয়া যাবে। আর দিনে এক্সট্রা 2.2GB ডাটা যুক্ত হওয়ার পরে 1699 টাকার প্ল্যানে প্রতিদিন 4.21GB আর 2099 টাকার প্ল্যানে প্রতিদিন 6.21GB ডাটা পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo