Bharat Sanchar Nigam Limited (BSNL)
BSNL ভারতের একমাত্র সরকারী টেলিকম কোম্পানি। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জ প্ল্যানের গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। ভারতের প্রাইভেট টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea এর রিচার্জ প্ল্যান বিএসএনএল এর তুলনায় অনেকটা সস্তা। সম্প্রতি বিএসএনএল তার কয়েকটি সস্তা রিচার্জ প্ল্যানের বিষয় জানিয়েছে। এখানে কোম্পানি 229 টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া সুবিধার বিষয় জানিয়েছে।
সম্প্রতি বিএসএনএল দেশের বেশিরভাগ জায়গায় 4G পরিষেবা শুরু করেছে। সাথে শীঘ্রই বিএসএনএল 5G পরিষেবাও শুরু হতে চলেছে।
আরও পড়ুন: 13 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung 5G ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে
সম্প্রতি বিএসএনএল তার X (টুইটার) প্ল্যাটফর্মে একটি সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে পোস্ট করেছে। এই সস্তা রিচার্জ প্ল্যানের দাম 229 টাকা, যা 1 মাসের ভ্যালিডিটি অফার করে। এক মাসের ভ্যালিডিটির সাথে এতে আনলিমিটেড সুবিধা দেওয়া হয়।
২২৯ টাকার রিচার্জ প্ল্যানে পুরো 1 মাস অর্থাৎ 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। 30 দিনের মেয়াদে এই প্ল্যান আপনি আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা পাবেন।
ডেটার ক্ষেত্রে প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধাও থাকবে এই প্ল্যানের সাথে। যার মানে গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে 60 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।
এই প্ল্যানের সাথে গ্রাহকরা প্রতিদিন 100 ফ্রি SMS সুবিধা পাবেন।
আরও পড়ুন: 100X পর্যন্ত জুম এবং টেলিফটো সেন্সর ক্যামেরা সহ ভারতে আসছে Vivo T4 Ultra