bsnl plans will discontinue soon
আপনি যদি বার-বার রিচার্জ থেকে মুক্তি পেতে চান এবং এক বার রিচার্জে পুরো 365 দিন পর্যন্ত ছাড়া চান, তবে আমাদের একবছরের ভ্যালিডিটি সহ Jio, Airtel এবং Vi এর এই রিচার্জ দেখতে পারেন। আপনি যদি এক বছরের বেশি দিনের রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে BSNL দিচ্ছে এমনই একটি রিচার্জ। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 365 দিন নয় বরং 395 দিনের ভ্যালিডিটি অফার করে। যার মানে এই রিচার্জে পুরো 13 মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে।
বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের প্রতিদিনের খরচ হিসেব করলে 6 টাকা পড়বে। এতে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2 জিবি ডেটাও পাওয়া যাবে। সহজ ভাষায় বললে, আপনি যদি 1 জানুয়ারি 2025 সালে এই রিচার্জটি করান তবে 13 মাস হিসেবে আগামী বছর পর্যন্ত এতে কলিং, ডেটা এবং SMS সুবিধা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং AI ফিচার সহ Samsung Galaxy Ultra 5G ফোন এখন পর্যন্ত সবচেয়ে কম দামে কেনার সুযোগ
আসলে বিএসএনএল এর 2399 টাকা প্রিপেইড প্ল্যানের কথা এখানে বলা হচ্ছে। এই রিচার্জ প্ল্যানে পুরো 395 দিনের রিচার্জ প্ল্যান পাওয়া যাবে। এমনি দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান কোনো টেলিকম কোম্পানির কাছে নেই।
395 দিন পর্যন্ত বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা পাবেন। এছাড়া থাকছে এতে প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা। যারন মানে গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে মোট 790 জিবি ডেটা পাবেন। তবে বলে দি যে এটি 4G ডেটা হবে। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে।
শুধু তাই নয়, কোম্পানি এই রিচার্জ প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধাও দিচ্ছে। আরও রিচার্জ প্ল্যান দেখতে এখানে ক্লিক করুন