BSNL Samman plan offers more benefits to senior citizens
দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান চালু করে। এই প্ল্যান বিভিন্ন ধরণের সুবিধা সহ অফার করা হয়। এবারও ভারত সঞ্চার নিগম লিমিটেড এমন একটি প্ল্যান চালু করেছে যা আপনাকে পুরো এক বছরের জন্য রিচার্জের টেনশন থেকে মুক্তি দেবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের পোর্টফোলিওতে একটি দুর্দান্ত প্ল্যান যোগ করেছে। এই প্ল্যানটি বিশেষ করে বয়স্কদের জন্য আনা হয়েছে। এই প্ল্যানের নাম BSNL Samman Offer । বিএসএনএল 1812 টাকার প্ল্যানটি একটি বিশেষ প্ল্যান যা টেলিকম কোম্পানি বয়স্কদের জন্য চালু করেছে।
আরও পড়ুন: মাত্র 6749 টাকায় বাড়িয় নিয়ে আসুন 32inch LED TV, জানুন কোথায় পাবেন এত সস্তায়
বিএসএনএল এই সম্মান প্ল্যানটি গ্রাহকদের পুরো 365 দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। এতে আনলিমিটেড কলিং সুবিধাও থাকছে। এছাড়া পাওয়া যাবে প্রতিদিন 100 SMS বিনামূল্যে। এতে কোম্পানি Free BiTV Premium সাবস্ক্রিপশনও দেয় যা 6 মাস পর্যন্ত বৈধ।
আরও পড়ুন: Motorola এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম, জানুন ফিচার
বলে দি যে যে বিএসএনএল সম্মান প্ল্যানটি নতুন গ্রাহকদের জন্য আনা হয়েছে। প্ল্যানের সুবিধা আপনি 18 নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে। যার মানে 18 নভেম্বর পর্যন্ত এই প্ল্যানটি রিচার্জ করা যেতে পারে। আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক থাকেন তবে এটি একটি সেরা রিচার্জ হতে পারে। এত কম খরচে কোনো প্রাইভেট টেলিকম কোম্পানি এত সুবিধা অফার করে না।
আরও পড়ুন: 125W ফাস্ট চার্জিং সহ Motorola প্রিমিয়াম ফোনে 10 হাজার টাকার সোজা ছাড়