এবার কি হৃত আসন উদ্ধার করবে এয়ারটেল! মাত দেবে জিও কে

HIGHLIGHTS

জুনের মার্কেট শেয়ার অনুসারে ভারতের টেলিকমে দ্বিতীয় স্থানে এয়ারটেল

কোম্পানি দুটি নতুন পোস্টপেড প্ল্যান এনেছে

এবার কি হৃত আসন উদ্ধার করবে এয়ারটেল! মাত দেবে জিও কে

আবার কি হৃত সিংহাসন ফিরে পেতে চলেছে এয়ারটেল? আসলে সম্প্রতি টেলিকম বাজারের একটি মার্কেট শেয়ার থেকে এই রকমের অনুমানই করা হচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এক সময়ে বা বলা ভাল প্রায় টানা 17 বছর ধরে ভারতের বৃহত্তম টেলিকম পরিষেবা ছিল এয়ারটেল, তবে গত বার ভোডাফোন আর আইডিয়া এক হওয়ার পরে সেই তকমা হারায় তারা। আর পরে জিও আশার পরে আরও এক ধাপ পিছিয়ে যায় গ্রাহক সংখ্যাতে তখন এগিয়ে জিও। আর এই সবের ফলে এক থেকে নেমে এখন তৃতীয় স্থানে এয়ারটেল। আর এসবের মধ্যেই জুন মাসের মার্কেট শেয়ার রিপোর্ট একটু হলেও স্বস্তি দিয়েছে কোম্পানিকে।

তবে এর সঙ্গে বিশেষজ্ঞদের মত এই যে কোম্পানি যদি পরিষেবার দাম না বাড়ায় তবে গ্রাহক প্রতি রোজগার বাড়ানো সহজ হবে না। আর এর সঙ্গে দরকার গ্রাহক সংখ্যা বৃদ্ধিও।

আর এর মধ্যে অবশ্য এয়ারটেল তাদের দুটি পোস্ট পেড প্ল্যান এই সময়ে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, কর্নাটক আর তামিলনাড়ুর জন্য এনেছে।

এই দুটি প্ল্যানে ডাটা আর কলিংয়ের সুবিধা আছে। আর এই প্ল্যানের মধ্যে আছে 349 টাকার প্ল্যান যা 5GB ডাটা দিচ্ছে। আর সঙ্গে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধার সঙ্গে 100 টি SMS য়ের সুবিধা আছে। আর এর সঙ্গে আছে এয়ারটেল টিভি প্রিমিয়াম সাবস্ক্রিপশানের প্ল্যান।

আবার 399 টাকার প্ল্যানে আছে 40 GB ডাটা আর সঙ্গে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা আর সঙ্গে আছে 100 টি SMS য়ের প্ল্যান। আর এর সঙ্গে আছে এয়ারটেল প্রিমিয়াম সাবস্ক্রিপশান প্ল্যান।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo