Airtel recharge Plan Validity Reduced: দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি ভারতীয় এয়াটটেল প্রিপেইড গ্রাহকদের জন্য সময় সময় করে নতুন রিচার্জ প্ল্যান অফার করে। কিন্তু এই বার কোম্পানি তার গ্রাহকদের বড় ঝটকা দিয়েছে। আসলে এয়ারটেল তার একটি জনপ্রিয় এবং বাজেট দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি কম করে দিয়েছে। আপনি যদি এয়ারটেল গ্রাহক হন তাহলে এই রিচার্জ প্ল্যানের বিষয় জানা উচিত। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল রিচার্জ প্ল্যান সস্পর্কে।
এয়ারটেল এর 219 টাকার রিচার্জ প্ল্যানের আমরা কথা বলছি। আগে এয়ারটেল রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। কিন্তু এখন এটি কম করে 28 দিন করে দেওয়া হয়েছে। যার মানে প্ল্যানের প্রতিদিনের খরচ বেড়ে 7.8 টাকা হবে যা আগে 7.3 ছিল।
সুবিধার কথা বললে, এয়ারটেল এর 219 টাকার রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে এখন। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। এর সাথে, প্ল্যানের পুরো ভ্যালিডিটিতে মোট 3 জিবি ডেটা দেওয়া হয়।
যার মানে এই প্ল্যানে গ্রাহকরা কোনো ডেইলি ডেটা সুবিধা পাবেন না। এতে একসাথে মোট 3 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া গ্রাহকরা 219 টাকার প্ল্যানে 300 SMS ফ্রি পাবেন।
আরও পড়ুন: Deal Alert: একধাপে 13 হাজার টাকা সস্তায় 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোন