এয়ারটেলের 1,699 টাকার প্ল্যানে পরিবর্তন হয়েছে এবার আরও বেশি ডাটা পাওয় যাবে

HIGHLIGHTS

এয়ারটেলের 1,699 টাকার প্ল্যান পরিবর্তন

এটি 365 দিনের জন্য বৈধ

এবার 1.4GB ডাটা পাওয়া যাবে

এয়ারটেলের 1,699 টাকার প্ল্যানে পরিবর্তন হয়েছে এবার আরও বেশি ডাটা পাওয় যাবে

এয়ারটেল তাদের 1,699 টাকার প্রিপেড প্ল্যান বেনিফিট চেঞ্জ করেছে আর এবার এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1.4GB ডাটা পাবেন আগে এই প্ল্যানে মাত্র 1GB ডাটা পাওয়া যেত। 1,699 টাকার প্ল্যান 365 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে আপনারা আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি SMS পাবেন। ভোডাফোনের 1,699 টাকার প্ল্যানে এখন প্রতিদিন 1GB ডাটা পাওয়া যায় আর এটিও এক বছরের জন্য বৈধ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে 1,699 টাকার রিচার্জে প্রতিদিন 1.4GB ডাটা পাওয়া যাবে আর এর সঙ্গে প্রতিদিন 100টি SMS য়ের সুযোগ ও পাওয়া যাবে। আর এই প্ল্যানটির বৈধতা অবশ্য এক বছরেরই থাকছে।

আর এছাড়া এই প্ল্যানে ইউজার্সরা এয়ারটেল টিভি প্রিমিয়াম বেনিফিট পাবেন এর সঙ্গে জি , Hooq আর 350 টি লাইভ চ্যানেল আছে। আর এর সঙ্গে ইউজার্সরা ইউঙ্ক মিউজিক ফ্রিতে অ্যাক্সেস পাবেন।

আর এর আগে এয়ারটেল এই রিচার্জে প্রতিদিন 1GB ডাটা দিত সঙ্গে বাকি বেনিফিট একই ছিল অবশ্য।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo