এয়ারটেল তাদের গ্রাহকদের বড় উপহার দিল

HIGHLIGHTS

ভারতী এয়ারটেল তাদের ইন্ট্যারনাশানাল রোমিং প্যাকে পরিবর্তন করেছে

আর এর সঙ্গে কোম্পানি মোবাইল কানেক্টিভিটি পরিষেবা আর ফিচার রিভ্যাম্প করেছে

আর আজকে এখানে আমরা এয়ারটেলের কিছু ইন্ট্যারন্যাশানাল প্যাকের বিষয়ে বলব

এয়ারটেল তাদের গ্রাহকদের বড় উপহার দিল

টেলিকম প্রধান কোম্পানি ভারতী এয়ারটেল বিদেশ যাত্রীদের জন্য নতুন প্রিপেড মোবাইল প্ল্যান এনেছে। আর এই নতুন প্ল্যান ছাড়া টেল্কো আন্তর্জাতিক যাত্রার সময়ে মোবাইল কানেক্টিভিটি পরিষেবা ভাল করেছে। আর আজকে এখানে আমরা এই বিষয়ে আপনাদের বলব।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এর সঙ্গে এয়ারটেল জানিয়েছে যে তারা আন্তর্জাতিক রোমিং প্যাক শেষ হলে আর তার দরকার জন্য অপ্রয়োজনীয় ট্যাক্সের বদলে পরিষেবা ভাল করবে। আর এবার জানা যাক যে এয়ারটেলের এই রিভাইজড প্ল্যান গুলি কি।

নতুন লঞ্চ হওয়া প্রিপেড প্ল্যাকে এয়ারটেল এই সময়ে বিভিন্ন ট্যারিফ আর বৈধতার সঙ্গে দুটি প্ল্যান দিচ্ছে।

1,199 টাকার মান্থলি প্ল্যান

আমরা যদি এই প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে আপনারা কোম্পানির তরফে 1GB ডাটা পাবেন আর এই প্ল্যানে 100 মিনিট ফ্রি দেওয়া হচ্ছে যা আপনারা ভারতে ভাল আর দেশের ইকনমি আর আউটগোয়িং কলের জন্য দিতে পারবেন। আর এর সঙ্গে আপনারা 30 দিনের এই প্ল্যানে আনলিমিটেড SMS য়ের সুবিধাও পাচ্ছেন।

799 টাকার মান্থলি প্ল্যান

এই প্ল্যানে আপনারা 100 মিনিটের ইনকামিং আর আউটগোয়িং কল পাবেন, আর এতে আপনারা ভারতে আর অন্য দেশেই ব্যাবহার করতে পারবেন। আর এই প্ল্যানে আপনারা 30 দিনের জন্য আনলিমিটেড SMS পাবেন।

4,999 টাকার প্ল্যান

এই প্ল্যান 10 দিনের বৈধতার প্ল্যান আর এতে আপনারা 1GB ডাটা প্রিতিদিনের হিসাবে পাবেন আর এর সঙ্গে এতে আনলিমিটেড ইনকামিং কল আছে আর সঙ্গে আছে 500 মিনিটের আউটগোয়িং কল। আর এর সঙ্গে আপনারা ভারতে আর তার বাইরের দেশে এটি ব্যাবহার করতে পারবেন। আর এই প্ল্যানে আছে আনলিমিটেড SMS য়ের প্ল্যান।

আর কোম্পানি বলেছে যে 4,999 টাকার প্ল্যানে এয়ারটেল পোস্টপেড আর প্রিপেড সব গ্রাহকদের জন্য বানানো হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo