Airtel remove Rs 249 recharge plan offer 1GB Daily data and unlimited calls After Jio
Jio চুপিসারে তার 249 টাকার জনপ্রিয় রিচার্জ প্ল্যান করে দিয়েছে। তবে জিও এর পরেই Airtel এর জনপ্রিয় সস্তা রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়ার খবর আসে। প্রাইভেট টেলিকম কোম্পানি এয়ারটের 249 টাকার এন্ট্রি লেভল রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। কোম্পানি এই প্রিপেইড প্ল্যান আনলিমিটেড কলিং সহ প্রতিদিন হাই-স্পিড ডেটা, প্রতিদিন SMS সহ একগুচ্ছ সুবিধা দিত। এখন এই সুবিধার জন্য গ্রাহকদের বেশি টাকা খরচ করতে হবে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়।
এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে একটি নোটিসে নিশ্চিত করা হয়েছে যে এই প্ল্যান এখন 20 আগস্ট রাত 12 টা থেকে পাওয়া যাবে। এয়ারটেল জানিয়েছে যে 20 আগস্ট রাত 12 টায় 249 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়া হবে। কোম্পানি এই 249 টাকার প্ল্যানে কম ভ্যালিডিটিতে একগুচ্ছ ডেটা এবং কলিং সুবিধা অফার করত।
আরও পড়ুন: লঞ্চ প্রাইস থেকে 10000 টাকা সস্তা হয় গেল Samsung 5G স্মার্টফোন, নতুন দাম জেনে অবাক হয় যাবেন
এখন এয়রাটেল গ্রাহকদের বেশি টাকা খরচ করতে হবে। তবে কোম্পানি এখন পর্যন্ত বন্ধ হওয়া রিচার্জ প্ল্যানের নতুন কোনো বিকল্প আনেনি। এখান থেকে অনুমান করা হচ্ছে যে কোম্পানিরা তাদের সস্তা রিচার্জ প্ল্যান বন্ধ করে বেশি দামি রিচার্জ প্ল্যান অফার করবে গ্রাহকদের। পাশাপাশি, গ্রাহকদের তাদের সিম এক্টিভ রাখতে এবার বেশি টাকা খরচ করতে হবে।
249 টাকার প্ল্যান বন্ধ হওয়ার পর গ্রাহকদের 50 টাকা বেশি রিচার্জ প্ল্যান কিনতে হবে। এই প্ল্যানটি হল 299 টাকার রিচার্জ। এই প্ল্যান এখন এয়ারটেল এর তালিকায় সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান হিসেবে আসবে। এতে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যায়।
বলে দি যে 299 টাকার রিচার্জ প্ল্যানে কোম্পানি 28 দিনের ভ্যালিডিটি অফার করে। তবে বাকি সমস্ত সুবিধা 249 টাকা প্ল্যানের মতোই পাওয়া যাবে।
বলে দি যে ভোডাফোন আইডিয়া এই তিনটি টেলিকম কোম্পানির মধ্যে এখন একজন যা 249 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান এখনও অফার করছে।
আরও পড়ুন: 15 হাজারের কম দামে ভারতে 7000mAh ব্যাটারি সহ Redmi 15 5G লঞ্চ, জানুন সেল তারিখ কবে