Airtel New Rs 448 Prepaid Recharge Plan
Airtel দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি। দেশের হাজারো মোবাইল ইউজার এয়ারটেল সিম ব্যবহার করে। এয়ারটেল তার গ্রাহকদের অনেক সস্তা দামে রিচার্জ প্ল্যান অফার করে। এখন এয়ারটেল একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। এয়ারটেল এর নতুন রিচার্জ প্ল্যানটি 500 টাকার কম দামে দুর্দান্ত সুবিধা অফার করে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের বিষয় বিস্তারিত।
আমরা এখানে যেই রিচার্জ প্ল্যানের কথা বলচি, সেটি 448 টাকায় আসে। এয়ারটেল এর 448 টাকার নতুন রিচার্জ প্ল্যানে রিচার্জের পাশাপাশি DTH (ডিজিটাল TV) বেনিফিট অফার করা হয়। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়।
450 টাকারও কম দামে এয়ারটেল এর এই প্ল্যানে কোম্পানি Mobile+DTH নামে চালু করেছে। এই প্ল্যানে গ্রাহকদের পুরো 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা সহ প্রতিদিন 2.5 জিবি ডেটা এবং প্রতিদিন 100 SMS ফ্রি পাবেন।
শুধু তাই নয়, প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা অফার করা হয়। এছাড়া থাকছে এক্সট্রা রিওয়ার্ড। এতে রয়েছে এয়ারটেল ডিজিডাল টিভি সাবস্ক্রিপশন, এতে গ্রাহকরা 28 দিনের জন্য 250 এর বেশি TV Channel দেখতে পারবেন। এছাড়া এই প্ল্যানে গ্রাহকদের Airtel Xstream App এর ফ্রি কন্টেন্ট, তিন মাসের Apollo 24/7 মেম্বরশিপ এবং ফ্রি হেলোটিউন্স পাওয়া যাবে।
আরও পড়ুন: Vivo আনল 6500mAh ব্যাটারি এবং 90W চার্জিং সহ নতুন ফোন, মিলবে 32MP সেলফি ক্যামেরা