HIGHLIGHTS
এয়ারটেলের ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জে এবার প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাচ্ছে যার বৈধতা ২৮ দিনের
এয়ারটেল তাদের ৩৪৯ টাকার রিচার্জটি রিভাইজ করেছে যাতে প্রিপেড গ্রাহকরা আরও বেশি ডাটার সুবিধা পাচ্ছে। এই প্ল্যানে গ্রাহকরা এবার অতিরিক্ত 0.5GB ডাটা বেশি পাবে। ৩৪৯ টাকার রিচার্জটি দুবার আপডেট করা হল। এই প্ল্যানটিতে আগে প্রতিদিন 1.5 GB 4G/3G ডাটা পাওয়া যাচ্ছিল আর এবার এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাচ্ছে।
Surveyআর এর সঙ্গে এই প্ল্যানটিতে আনলিমিটেড লোকাল আর STD কলের সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাচ্ছে, এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ।
এয়ারটেলের ৩৪৯ টাকার এই প্ল্যানটি জিওর ৩০৯ টাকা আর ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানকে প্রতিযোগিতায় ফেলবে। জিওর এই প্ল্যান দুটিতে 1GB 4G ডাটা পাওয়া যায় আর এই প্ল্যান দুটি যথাক্রমে ৪৯ দিন আর ৭০ দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে ইউজার্সরা ফ্রি ভয়েস কল, এসএমএস আর জিওর অ্যাপ যেমন জিও টিভি, জিও সিনেম ইত্যাদির আনলিমিটেড অ্যাক্সেস পাওয়া যায়।