Airtel launches new voice and SMS-only Prepaid plans
দেশের দ্বিতীয় বড়ে টেলিকম কোম্পানি Bharti Airtel তার গ্রাহকদের জন্য দুটি নতুন পকেট ফ্রেন্ডলি প্ল্যান লঞ্চ করেছে। এই রিচার্জ প্ল্যানে শুধু ভয়েস কলিং এবং SMS সুবিধা দেওয়া হবে। আপনি যদি ডেটা ব্যবহার না করেন, বা আপনার কাছে ফিচার ফোন রয়েছে যেতে ইন্টারনেট চলে না, তবে এই রিচার্জ প্ল্যান একটি ভাল বিকল্প।
এয়ারটেল এর নতুন দুটি রিচার্জ প্ল্যানের দাম 499 টাকা এবং 1959 টাকা। এই সস্তা রিচার্জ প্ল্যান সেই গ্রাহকদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে যা মাত্র কলিং এব এসএমএস করতে চান। আসুন জেনে নেওয়া যাক নতুন রিচার্জ প্ল্যানে সুবিধা কী পাওয়া যাবে।
আরও পড়ুন: লঞ্চ হল বাহুবলি ফোন Samsung Galaxy S25 Ultra, রয়েছে 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite প্রসেসর
500 টাকার কম দামে আসা নতুন প্রিপেইড প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে আনলিমিটেড কলিং এবং 900 SMS এর সুবিধা পাওয়া যাবে। এছাড়া এয়ারটেল রিওয়ার্ড এর আওতায় এতে 3 মাসের জন্য অপোলো 24/7 সার্কেল মেম্বারশিপ এবং ফ্রি হেলো টিউন্স সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
আগে এই ক্যাটাগরিতে 509 টাকার রিচার্জ ছিল। এতে 6GB ডেটা, ফ্রি কলিং এবং 100 SMS প্রতিদিন দেওয়া হত। এখন 10 টাকার পার্থক্যে নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। 10 টাকা সস্তার নতুন প্ল্যানে শুধু ভয়েস এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে।
দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান যদি চান তবে এয়ারটেল এর নতুন কলিং এবং এসএমএস সহ প্ল্যানের দাম 1959 টাকা রাখা হয়েছে। এই প্ল্যানে কোম্পানি 365 দিনের ভ্যালিডিটি অফার করছে। যার মানে গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া থাকছে 3600 SMS সুবিধা। সাথে থাকছে এয়ারটেল রিওয়ার্ড এর আওতায় এতে 3 মাসের জন্য অপোলো 24/7 সার্কেল মেম্বারশিপ এবং ফ্রি হেলো টিউন্স সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
আগে এই সেগামেন্টে 1999 টাকার রিচার্জ প্ল্যান ছিল এবং এই প্ল্যানে 24 জিবি ডেটা, ফ্রি কলিং এবং 100 SMS প্রতিদিন দেওয়া হত। এখন এই প্ল্যানের দাম 40 টাকা কমিয়ে এখন নতুন প্ল্যানে শুধু আনলিমিটেড কলিং এবং SMS সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Jio গ্রাহকদের বড় ধাক্কা, 100 টাকা বেড়ে গেল এই সস্তা রিচার্জ প্ল্যানের দাম, জানুন নতুন দাম কত