Airtel Rs 249 prepaid plan offers unlimited Call with 1GB Daily Data
Airtel তার প্রিপেইড গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এয়ারটেল তার নতুন প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে Disney+Hotstar এর সাবস্ক্রিপশন দেওয়া হবে। এর আগে Jio কিছু দিন আগে নতুন বছরের উপলক্ষে দীর্ঘ ভ্যালিডিটি সহ 2025 টাকার নতুন জিও প্ল্যান চালু করেছে। জিওর নতুন রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে।
জুলাই মাসে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো পর থেকে টেলিকম কোম্পানির গ্রাহকরা অন্য সিমে পোর্ট করিয়ে নিয়েছে। জিও কে টেক্কা দিতে এয়ারটেল গ্রাহকদের নতুন নতুন অফার দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর নতুন রিচার্জে কী সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Redmi Note 14 Series ফোনের আজ প্রথম সেল, দাম 17,999 টাকা থেকে শুরু, সাথে মিলবে একগুচ্ছ অফার
এয়ারটেল এর এই প্রিপেইড প্ল্যানের দাম 398 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকদের এতে প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা সহ আনলিমিটেড 5g ডেটা অফার করা হচ্ছে।
শুধু তাই নয়, এয়ারটের তার নতুন প্ল্যানে প্রতিদিন 100 SMS এর সুবিধা দিচ্ছে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের রাখা হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা 28 দিনের জন্য Disney+Hotstar এর সাবস্ক্রিপশন পাবেন। এছাড়া গ্রাহকরা Wynk মিউজিকও পাবেন।
আরও পড়ুন: 7000 টাকার বেশি সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোন, লেদার ডিজাইন সহ স্টাইলিশ লুক