আরও একবার চমক এয়ারটেলের, এবার মাত্র 49 টাকায় 3GB 4G ডাটা পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এয়ারটেলের এই প্ল্যানটি বৈধতা মাত্র একদিনের

আরও একবার চমক এয়ারটেলের, এবার মাত্র 49 টাকায় 3GB 4G ডাটা পাওয়া যাচ্ছে

এই সময়ে ভারতের টেলিকম জগতে সব সময়ে টেলিক কোম্পানি গুলি একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে কোননা কোন নতুন প্ল্যান নিয়ে আসছে। আর এই মুহুরতে এই ক্ষেত্রে এয়ারটেল প্রায়ই কোন না কোন নতুন প্ল্যান নিয়ে এসে নিজের গ্রাহকদের একের পর এক চমক দিয়ে যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এয়ারটেল রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সবসময়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এর ফলশ্রুতিতেই তারা সম্প্রতি তাদের কিছু প্ল্যানের কিছু পরিবর্তন করেছে আবার কখনো বা নতুন কোন প্ল্যান নিয়ে আসছে। আর এবার কোম্পানি একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে, এই প্ল্যানে আপনারা 3GB 4G ডাটা পাচ্ছেন, তবে এটি কিছু বাছাই করা গ্রাহকরাই পাবেন। আর এর দাম মাত্র 49 টাকা।

তবে এটা মাথায় রাখতে হবে যে এই প্ল্যানটির বৈধতা মা্র একদিনের, আর এটি একটি প্রিপেড প্ল্যান, পোস্টপেড গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেননা। তবে এয়ারটেলের কাছে এমন বেশ কিছু প্ল্যান আছে যা সমস্ত গ্রাহকদের জন্য প্রায় একই রকমের।

আজেক এই প্রিমিয়াম ফোন গুলি পেটিএমমলে ভাল ডিস্কাউন্ট অফারের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

সব গ্রাহকদের জন্য এয়ারটেল মাত্র 49 টাকায় 1GB ডাটা দিচ্ছে আর এই প্ল্যানটি যদি আপনারা চান তবে মাই এয়ারটেল অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে জানতে পারবেন যে আপনারা এই প্ল্যানের জন্য এলজিবেলে কিনা। এখানে আপনাদের নিজেদের ফোন নম্বর দিয়ে অফারের বিষয়ে জানতে হবে।

এই প্ল্যানটিতে কোম্পানি 49টাকায় 1GB ডাটা পাচ্ছেন আর এছাড়া আপনারা 100টাকা দামের এমন বেশ কিছু প্ল্যান পাবেন যা বেশ কিছু ভাল অফার দিচ্ছে।

সম্প্রতি 65টাকার একটি প্ল্যান এয়ারটেল নিয়ে এসেছিল। সেই প্ল্যানে ইউজার্সরা 65টাকায় 1GB 3G বা 4G ডাটা পাচ্ছিল। আর এই প্ল্যানটি 28দিনের জন্য বৈধ।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

আর এর সঙ্গে আপনাদের এয়ারটেলের আরও একটি প্ল্যানের কথাও মনে করিয়ে দি। 98টাকার প্ল্যানে 2GB 4G/3G ডাটা অফার করা হচ্ছে। আর কিছু বাছাই করা গ্রাহক্রা এয়ারটেল্র 98 টাকার প্ল্যানে 5GB ডাটাও পাচ্ছেন। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo