airtel
আপনি যদি Airtel গ্রাহক হন এবং কম খরচে একটি পোস্টপেইড প্ল্যান কিনতে চান তবে এয়ারটেল এর কাছে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে। আজ আমরা এমন একটি এয়ারটেল পোস্টপেইড রিচার্জ প্ল্যানের বিষয় বলবো যা প্রিপেইড প্ল্যানের দামে কেনা যাবে। এয়ারটেল এর এই একটি রিচার্জ প্ল্যানে পরিবারের 3 জনের সিম কার্ড চলবে। এই রিচার্জ প্ল্যানের নাম Airtel Infinity Family প্ল্যান, একাধিক সুবিধা একটি রিচার্জে অফার করে।
এয়ারটেল এর ইনফিনিটি ফ্যামিলি প্ল্যানের দাম 999 টাকা। এতে গ্রাহকরা প্রতিমাসে 150GB ডেটা দেওয়া হয়, যাতে 90 জিবি প্রাইমারি এবং 30 জিবি এড অন থাকবে। যার মানে প্রাইমারি কানেকশন প্রতি মাসে 90 জিবি ডেটা পাবেন এবং বাকি দুটি সিম ইউজারকে অফার করা হবে 30-30 জিবি ডেটা।
আরও পড়ুন: OnePlus 15 এর পর ভারতে আসছে OnePlus 15R, প্রকাশ্যে এল টিজার, থাকবে 7800mAh ব্যাটারি
ভয়েস কলিং হিসেবে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এই প্ল্যান প্রতিদিন 100 SMS ব্যবহার করা যাবে। এই প্ল্যান 1 প্রাইমারি কানেকশনের সাথে 2 এড অন কানেকশন সুবিধা অফার করে। যার মানে এই প্ল্যানের সাথে 3 সিম পাওয়া যাবে এবং 3 গ্রাহক এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারবেন।
বাকি সুবিধার কথা বললে, এয়ারটেল এর এই পোস্টপেইড প্ল্যানে 1 বছরের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়া এই প্ল্যানে 6 মাসের জন্য Amazon Prime এর মেম্বরশিপও পাওয়া যাবে। এতে Apple Music, Apple TV+ সাবস্ক্রিপশন সহ Google One এ 100GB ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে।
শুধু তাই নয়, এতে Perplexity Pro AI, Airtel Xstream Play প্রিমিয়াম এবং ফ্রি হেলো টিউনস এর এক্সেস দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: 50MP ডুয়াল ক্যামেরা সহ Poco 5G ফোন হল দেদার সস্তা, 9000 টাকার কমে কেনার সুযোগ