রিলায়েন্স জিও, এয়ারটেল এর পর দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া-ও তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে
ভিআই (Vi) এর প্ল্যানের নতুন দাম 4 জুলাই থেকে চালু হয়ে যাবে
কোম্পানি তার ট্যারিফ প্ল্যানের দাম 20 শতাংশ বাড়িয়ে দিয়েছে
after Reliance Jio Airtel Vodafone Idea hikes prepaid postpaid plans
Vodafone Idea hikes prepaid, postpaid plans: রিলায়েন্স জিও, এয়ারটেল এর পর দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া-ও তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। ভিআই (Vi) এর প্ল্যানের নতুন দাম 4 জুলাই থেকে চালু হয়ে যাবে। ভোডাফোন আইডিয়া এর বেসিক প্ল্যান 179 টাকায় শুরু হয়, যা দাম বাড়ানোর পরে 199 টাকা হয়ে যাবে। যার মানে কোম্পানি তার ট্যারিফ প্ল্যানের দাম 20 শতাংশ বাড়িয়ে দিয়েছে।
মনে করিয়ে দি যে ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর লিস্ট সবার প্রথম রিলায়েন্স জিও রয়েছে। রিলায়েন্স জিওর পর এয়ারটেল তার ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। দুটি কোম্পানির প্রিপেইড প্ল্যানের নতুন দাম 3 জুলাই থেকে চালু হবে।
রিলায়েন্স জিও, এয়ারটেল এর পর ভোডাফোন আইডিয়া তার ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়
Vodafone Idea এর নতুন প্রিপেইড প্ল্যানের দাম
পুরানো দাম
নতুন দাম
ডেটা
ভ্যালিডিটি (দিনে)
179
199
2GB
28
459
509
6GB
84
1799
1999
24GB
365
269
299
1GB per day
28
299
349
1.5GB per day
28
319
379
2GB per day
30
479
579
1.5GB per day
56
539
649
2GB per day
56
719
859
1.5GB per day
84
839
979
2GB per day
84
2899
3499
1.5GB per day
365
19 (Data add-on)
22
1GB
1
39 (Data add-on)
48
6GB
1
ভোডাফোন আইডিয়া এর বার্ষিক প্ল্যানেরও দাম বাড়ল
ভিআই এর বার্ষিক প্ল্যানের দাম 2899 টাকা রয়েছে। দাম বাড়ানো পর এই রিচার্জ প্ল্যানটি 3499 টাকায় বিক্রি হবে। বলে দি যে এই প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এতে প্রতিদিন 1.5 জিবি পর্যন্ত ডেটা দেওয়া হয়ে। এছাড়া এতে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.