affordable BSNL 90 days recharge plan offers Unlimited calls Jio Airtel Vi
আপনি যদি সস্তা দামে 90 দিনের রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে BSNL এর এই প্ল্যান সেরা। এই প্ল্যানটি রিচার্জ করাতে আপনার খরচ পড়বে মাত্র 4.90 টাকা প্রতিদিন। এখানে আমরা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানির 439 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের বিষয় বলবো। এই প্ল্যানে কোম্পানি 3 মাস অর্থার 90 দিনের ভ্যালিডিটি অফার করছে। আসুন এই প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
কোম্পানি তার X (টুইটার) সাইটে এই প্ল্যানের সম্পর্কে পোস্ট করেছে। এই প্ল্যানে গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা পাবেন। সাথে থাকছে ফ্রি রোমিং সুবিধা।
সরকারী কোম্পানি বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য ভাল বিকল্প হতে পারে যারা ডেটা ছাড়াই তাদের মেয়াদ বাড়াতে চান। এছাড়া যেই গ্রাহকরা ডুয়াল সিম ব্যবহার করেন তাদের জন্য ভালো, কম খরচে তারা সিম এক্টিভ রাখতে পারবেন। অন্যান্য বেসরকারি টেলিকম কোম্পানির তুলনায় সস্তা দামের।
ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের কম দামে আরও সুবিধা দেওয়ার জন্য ক্রমাগত নতুন প্ল্যান চালু করছে। পাশাপাশি, কোম্পানি তার 4G পরিষেবা বাড়াতে চলেছে। এখন পর্যন্ত 65,000 নতুন 4জি মোবাইল টাওয়ার চালু করে দিয়েছে কোম্পানি।
আরও পড়ুন: Jio vs Airtel: JioHotstar এর সাবস্ক্রিপশন সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কার, কে দিচ্ছে বেশি সুবিধা