ZTE তাদের ডুয়াল সেলফি ক্যামেরা যুক্ত Blade A3 স্মার্টফোনটি একটি নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে

HIGHLIGHTS

Blade A3 ফোনটির নতুন কালার ভেরিয়েন্টটির দাম আর স্পেসিফিকেশানের বিষয়ে কোন পরিবর্তন হয়নি

ZTE তাদের ডুয়াল সেলফি ক্যামেরা যুক্ত Blade A3 স্মার্টফোনটি একটি নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে

ZTE তাদের ডুয়াল সেলফি ক্যামেরা যুক্ত Blade A3 স্মার্টফোনটি একটি নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই নতুন কালার অপশানটি কোয়ায়েট ব্লু। এই ন্তুঙ্কালার অপশানটি আসার পরে এই ডিভাইসটির মোট কালার অপশান এখন ৩টি। নতুন রঙের অপশানটি ছাড়া আরও ২টি কালার অপশান আছে একটি গ্লোরিয়াশ ব্লু আর অন্যটি অবসেডিয়ান ব্ল্যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

নতুন কালার ভেরিয়েন্টের স্পেসিফিকেশান একই থাকবে। মানে অন্য ২টি কালার ভেরিয়েন্টের মতনই এই ডিভাইসের সেপ্সিফিকেশান থাকবে। আর এর সঙ্গে এই ফোনটির দামেরও কোন পরিবর্তন হয়নি ।

স্পেশিফিকেশানের বিষয়ে বলতে হলে এই ফোনটিতে 3GBর‍্যাম আর 32GB’র স্টোরেজ আছে। ফোনটির ডিসপ্লে 5.5ইঞ্চির যা একটি HD ডিসপ্লে। এই ডিভাইসে মিডিয়াটেক MT6737T প্রসেসার আছে। Blade A3 স্মার্টফোনটিতে ফ্ল্যাশের সঙ্গে 5MP + 2MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনের ব্যাটারি 4000mAh এর। এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 13MP’র। আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo