ফ্লিপকার্ট থেকে আজকে এই জিনিস গুলি ডিস্কাউন্টের সঙ্গে আপনার হতে পারে

HIGHLIGHTS

আজকে এই ডিস্কাউন্ট অফারে ওপ্পো, ভিভো, মোটোর মতন অনেক স্মার্টফোন কিনতে পাওয়া যাচ্ছে

ফ্লিপকার্ট থেকে আজকে এই জিনিস গুলি ডিস্কাউন্টের সঙ্গে আপনার হতে পারে

আপনি যদি অনেক দিন ধরেই স্মার্টফোন কেনার কথা ভাবছেন। তবে আজকে আপনার জন্য ফ্লিপকার্ট বেশ কিছু ভাল স্মার্টফোনের ভাল অফার নিয়ে এসেছে। আজকে এই ডিস্কাউন্ট অফারে ওপ্পো, ভিভো, মোটোর মতন অনেক স্মার্টফোন কিনতে পাওয়া যাচ্ছে। আসুন দেখা যাক যে আজকে কোন কোন স্মার্টফোনের ওপর ফ্লিপকার্ট কেমন ডিস্কাউন্ট দিচ্ছে। আর আজকের এই স্মার্টফোন গুলির মধ্যে কোন স্মার্টফোন যদি আপনার পছন্দ হয় তবে তা আপনি সহজেই নিজের করতে পারবেন। তবে আসুন দেখা যাক যে আজকে ফ্লিপকার্ট কোন কোন স্মার্টফোনের ওপর কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

OPPO F3 (Gold, 64 GB)  (4 GB RAM), আজকের এই ফ্লিপকার্ট সেলে আপনি ওপ্পোর এই ফোনটি 11,990 টাকায় নিজের করতে পারবেন। এই ফোনটির মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 771 টাকা থেকে। এই ফোনটিতে আপনি 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে পাবেন আর এই ফোনটিতে আপনি একটি 13MP ‘র রেয়ার আর 16MP + 8MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy On Nxt (Gold, 64 GB)  (3 GB RAM), এই স্যামসং য়ের ফোনটি আপনি আজকে ফ্লিপকার্ট থেকে 11,900 টাকায় কেনা যাচ্ছে। এই ফোনটি 1,984 টাকার মান্থলি নো কস্ট ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 3300 mAh য়ের ব্যাটারি আর 13MP’র রেয়ার আর 8MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Asus Zenfone 4 Selfie Dual Camera (Black, 64 GB)  (4 GB RAM), এই আসুসের ফোনটি আপনি আজকের ফ্লিপকার্ট সেলে 13,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনটি 679 টাকার মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাবে। এই ফোনটিতে 16MP ‘র রেয়ার আর 20MP + 8MP’র ডুয়াল ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।

Moto X4 (Super Black, 64 GB)  (4 GB RAM), আজকে এই মোটোরোলার ফোনটি আপনি ফ্লিপকার্টে 19,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনটি আপনি মান্থলি ইন্সটলমেন্টে 970 টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে 12MP + 8MP ‘র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 16MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি আপগ্রেটেড টু অ্যান্ড্রয়েড 8.0 ওরিও। এখান থেকে কিনুন।

OPPO F3 Plus (Gold, 64 GB)  (6 GB RAM), আরও একটি ওপ্পোর ফোন আজকের এই ফ্লিপকার্ট সেলে আপনার হতে পারে। এই ফোনটিকে 17,990 টাকায় কিনতে পাওয়া যাবে। এই ফোনটিকে নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে 1,999 টাকায় কিনতে পাওয়া যাবে। এই ফোনটিতে 4000 mAh য়ের ব্যাটারি আছে আর এটিতে 16MP’র রেয়ার আর 16MP + 8MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

VIVO V5 Plus (Gold, 64 GB)  (4 GB RAM), আজকে এই ভিভোর ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে 16,590 টাকায় কিনতে পারবেন। এই ফোনটি 805 টাকার মান্থলি ইন্সটলমেন্টেও আপনার হতে পারে। এই ফোনটিতে 16MP’র রেয়ার আর 20MP + 8MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 3055 mAh  য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দামের কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দামের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo