XIAOMI REDMI NOTE 6 PRO ফোনটি নতুন আকর্ষণীয় আপডেট পেল

Updated on 23-May-2019
HIGHLIGHTS

এটি প্রথম সাওমি ফন যা চারটি ক্যামেরার সঙ্গে এসেছে

আর এই ফোনে 4,000 mAh য়ের ব্যাটারি আছে

সাওমি গত বছর ভারতে তাদের প্রথম কোয়াদ ক্যামেরা ফোন মানে Xiaomi Redmi Note 6 Pro লঞ্চ করেছিল। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছিল আর এই ফোনটি গত মাসে MIUI 10 য়ের গ্লোবাল বিটা আপডেট দেওয়া শুরু করেছে। আর এর আমেন এই যে এর টেস্টিং শুরু হয়ে গেছিল। তবে এই টেস্টিং অনেক ফোনেই শুরু হয়। আর এবার এই ফোনটি গ্লোবাল স্টেনেল আপডেট পাচ্ছে।

আর আমরা যদি এই ফোনটির স্পেক্সের বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে সাওমি Redmi Note 6Pro ফোনটিতে 6.26 ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিউও 19:9। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট আছে আর এই ফোনে MIUI 10 দেওয়া হয়েছে। আর ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে। আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে এই ফনে একটি 4,000mAh য়ের ব্যাটারি আর এটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে।

 

সাওমি রেডমি নোট 6 ফোনে 4GB/6GB র‍্যাম ছাড়া 64GB  স্টোরেজ আছে। আর এই ফোনে আপনারা 256GB র স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন। আর এছাড়া এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন।

আর ফোনের ক্যামেরার দিকটি যদি দেখা হয় তবে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার আর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা পাবেন আর এই ফোনে 12+5Mp র ভার্টিকাল ক্যামেরা আছে আর ফন্টে 20+2MP ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে নচও আছে।

ভায়াঃ

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :