Xiaomi Redmi Note 5 ফোনটি ভারতে 14 ফেব্রুয়ারি লঞ্চ হবে
এই সময় এটা প্রায় পরিষ্কার হয়ে গেছে যে সাওমি 14 ফেব্রুয়ারি Xiaomi Redmi Note 5 ফোনটি ভারতে লঞ্চ করবে। আর এবার সামনে আসা আরও একটি খবর থেকে এটা জানা গেছে যে লঞ্চের পরে এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। ফ্লিপকার্ট এই ফোনটির লঞ্চের জন্য একটি মাইক্রোসাইট বানিয়েছে। আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে অ্যামাজনের এই ডিল গুলি দেখতে পারেন
আশা করা যায় যে Xiaomi Redmi Note 5 ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত একটি ফুল HD+ রেজিলিউশানের ডিসপ্লে যুক্ত হতে পারে। এই ডিসপ্লের সাইজ 5.7-ইঞ্চির বা 5.99-ইঞ্চির হতে প[আরে। এর সাইড বেশ পাতলা হতে পারে। আর এর সঙ্গে এও আশা করা যায় যে এই ফোনটিতে 6GB র্যামের সঙ্গেও আসতে পারে।
এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপও থাকতে পারে। যেমনটা Redmi 5 Plus ফোনে দেওয়া হয়েছে। Redmi Note 4 ফোনটির দাম 9,999 টাকা থেকে শুরু করে 12,999 টাকা অব্দি। আশা করা হচ্ছে যে Xiaomi Redmi Note 5 ফোনটির দাম 8,999টাকায় শুরু হয়ে 10,999 টাকা অব্দি হতে পারে।