6GB র‍্যাম আর ডুয়াল ক্যামেরার সঙ্গে Xiaomi Redmi Note 5 Pro ভারতে লঞ্চ হল

Updated on 14-Feb-2018
HIGHLIGHTS

এই ফোনটির 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা আর এই ফোনটির 4 GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 13,999 টাকা করা হয়েছে

আজকে সাওমি ভারতে তাদের দুটি ফোন লঞ্চ করেছে। সাওমি Xiaomi Redmi Note 5 ফোনটির সঙ্গে Xiaomi Redmi Note 5 Pro ফোনটিও ভারতে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলি হল ফ্লিপকার্টের সেরা বিক্রিত স্মার্টফোন

এই ফোনটির 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা আর এই ফোনটির 4 GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 13,999 টাকা করা হয়েছে। এই ফোনটি গোল্ড, রোজ গোল্ড, ব্লু আর ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে।
 
যদি Xiaomi Redmi Note 5 Pro ফোনটির বিষয়ে কথা বলতে হয় তবে এই ফোনটিতে থাকা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসারের কথা বলতে হয়। এই ফোনটিতে 6GB র‍্যাম দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যমেরা দেওয়া হয়েছে সেলফি নেওয়ার জন্য ফোনটিতে LED লাইটও দেওয়া হয়েছে। এই ফোনটিতে পোট্রেড আর সেলফি ফিয়ার দেওয়া হয়েছে, যা ভোখে এফেক্ট দেয়। আর এর সঙ্গে এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Connect On :