ভারতে Xiaomi Redmi Note 5 এর দাম এত হতে পারে

HIGHLIGHTS

Xiaomi Redmi Note 5 ফোনটিতে 5.99-ইঞ্চির HD ডিসপ্লে থাকবে, যার অ্যাস্পেক্ট রেশিও 18:9 হতে পারে

ভারতে Xiaomi Redmi Note 5 এর দাম এত হতে পারে

এরকম মনে হচ্ছে যে Xiaomi Redmi Note 5 ফোনটি 2018 সালের দ্বিতীয় তৃতীয়াংশে নিয়ে আসা হতে পারে। গতকালই Xiaomi Redmi Note 5 এর একটি নতুন রেন্ডার অনলাইনে লিক হয়েছিল, এই লিকে এর ডিজাইন পরিষ্কার ভাবে দেখা যেতে পারে। আর এবার এই ফোনটির রেন্ডার ইমেজের পরে এই ফোনটির দামের ব্যাপারেও জানা গেছে।     

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

গিজমে চায়না র একটি রিপোর্ট অনুসারে, এবার কোম্পানি তাদের এই ফোনটি চিনের MIUI ফোরামে পুরষ্কার হিসাবে লিস্ট করবে। এই ফোরাম পোস্টে এই ফোনটির দাম 699 Yuan বলা হয়েছে, যদি দেখা যায় তবে দেখতে হবে যে এই ফোনটি এই হিসবাএ ভারতীয় মুদ্রায় দাম 6800টাকা। তবে কিছু লোকে এটিকে একটি ট্রপোগ্র্যাফিকাল এররও বলছে। কারন Note 5A’র দাম 99 Yuan।

এখন এক দুই দিন আগেই এই ফোনটির একটি রেন্ডার ইমেজ দেখা গেছিল। এই নতুন রেন্ডার আর এর আগের রেন্ডারের অনেক মিল আছে।

এই নতুন রেন্ডারে এই ফোনটির ডিসপ্লের ধার বেস পাতলা দেখা যাচ্ছে। এর বটমের বেজেলেও বেস পাতলা। এর মানে এই যে ফ্রন্ট ক্যামেরা আর সেন্সার টপে থাকবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo