Xiaomi Redmi Note 5 ফোনটির ডিজাইনের বিষয়ে জানা গেছে

HIGHLIGHTS

এবার এই ফোনটির একটি নতুন রেন্ডার লিক দেখা গেছে, এই নতুন রেন্ডারটির সঙ্গে প্রথম রেন্ডারের অনেক মিল আছে

Xiaomi Redmi Note 5 ফোনটির ডিজাইনের বিষয়ে জানা গেছে

সম্প্রতি কিছু খবর পাওয়া গেছিল যে সাওমি  Redmi Note 5 কে Xiaomi Redmi Note 5 Plus এর জন্য এখন আর বাজারে আনবেনা। তবে কোম্পানির তরফে এই বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এর সঙ্গে এও বলা হয়েছিল যে কোম্পানি এবার এই ফোনটির ওপর কাজ করছে। কিন্তু এখনও এই ফোনটির বিষয়ে কিছু জানা যায়নি।

এবার এই ফোনটির একটি নতুন রেন্ডার লিক হয়েছে। এই নতুন রেন্ডারটির সঙ্গে আগের রেন্ডারের অনেক মিল আছে।

এই নতুন রেন্ডার থেকে এই ফোনটির ডিসপ্লের সাইডের বিষয়ে জানা গেছে যে বেশ পাতলা। এর বটমে বেজেল বেশ পাতলা। আর এর মানে যে এই ফোনটির ক্যামেরা সেন্সার টপে থকাবে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo