ভারতে Redmi Note 5 ফোনটির 3GB র্যাম ভেরিয়েন্টটির দাম 9,999 টাকা রাখা হয়েছে আর এর 4GB র্যাম ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা রাখা হয়েছে, Redmi Note 5 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, এর 6GB র্যাম ভেরিয়েন্টটির স্টোরেজ 64GB আর এর দাম 16,999 টাকা আর এই ফোনটির 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 13,999 টাকা
ভারতে Redmi Note 5 ফোনটির 3GB র্যাম ভেরিয়েন্টটির দাম 9,999 টাকা রাখা হয়েছে আর এর 4GB র্যাম ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা রাখা হয়েছে। Redmi Note 5 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 6GB র্যাম ভেরিয়েন্টটির স্টোরেজ 64GB আর এর দাম 16,999 টাকা আর এই ফোনটির 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 13,999 টাকা।
Xiaomi Redmi Note 5 ফোনটির স্পেক্স কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.99-ইঞ্চির 18:9 ডিসপ্লে দেওয়া হয়েছে যার ডিসপ্লে রেজিলিউশান 2160 x 1080 পিক্সাল। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB র্যামের সঙ্গে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে আর 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.2 নৌগাটের আধারিত MIUI 9 এ কাজ করে। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওয়া হয়েছে।
Xiaomi Redmi Note 5 ফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা আছে আর এতে ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এর থিকনেস 8.05mm। আর এই ফোনটি এই রঙে পাওয়া যাবে- ব্ল্যাক, গোল্ড, ব্লু আর রোজ গোল্ড।