Xiaomi Redmi Note 5 আর Xiaomi Redmi Note 5 Pro স্মার্টফোন দুটি কি কি অফার করে তা একবার দেখে নেওয়া যাক। Xiaomi Redmi Note 5 স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্ট আছে দুটি আলদা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টের ফোন।
এই স্মার্টফোনটিতে 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম মাত্র 9,999 টাকা আবার এই ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটি, যার র্যাম 4GB আর স্টোরেজ 64GB তার দাম, 11,999 টাকা। আর এই স্মার্টফোনটি আপনারা ব্ল্যাক, লেক ব্লু আর রোজ গোল্ড কালার অপশানের সঙ্গে পাবেন।
এবার আমরা এই ফোনটির অন্য মডেল মানে Xiaomi Redmi Note 5 Pro যদি দেখি তবে দেখা যাবে যে এটিও দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এর 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। আর সেখানে এর 6GB র্যাম ভেরিয়েন্টটি আপনারা 16,999 টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনটিরও বেশ কিছু কালার অপশান পাওয়া যায়। যেমন ব্ল্যাক, গোল্ড, লেক ব্লু আর রোজ গোল্ড। আজকে এই স্মার্টফোন গুলি পেটিএমমল থেকে ক্যাশব্যাক অফারে কিনতে পাওয়া যাচ্ছে
আপনারা জানেন যে প্রথম দিকে এই স্মার্টফোন দুটির সঙ্গে জিওর চুক্তি ছিল। আর এর জন্য এই স্মার্টফোনের সঙ্গে আপনারা 2200 টাকার ক্যাশ ব্যাক পাচ্ছেন আর এছাড়া প্রায় 4.5GB অব্দি 4G ডাটাও পাওয়া যাচ্ছে। আর এছাড়া এই দুটি স্মার্টফোনে আল্টড়া-স্লিম কেসের সঙ্গে পাওয়া যায়।