Xiaomi তাদের Redmi Go স্মার্টফোনটির একটি নতুন স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে এসেছে যা 16GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর কোম্পানি এর আগের স্টোরেজ অনুসারে এই নতুন ভেরিয়েন্টে আর কোন পরিবর্তন করে নি। এই ফোনটি ইউজার্সদের জন্য 4,799 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি Amazon, Mi Home আর Mi.comয়ে পাওয়া যাচ্ছে।
আপনাদের বলে রাখি যে শাওমি রেডমি গো ফোনটি 2019 সালের মার্চ মাসের সাব ব্র্যান্ড রেডমি ভারতে লঞ্চ করে। আর এর সঙ্গে কোম্পানির সস্তার ফোন হিসাবে এটি ভারতে এসেছে ফোনটির প্রাথমিক দাম 4,499T টাকা। ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও (গো এডিশান) আছে। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টে এসেছিল যা 1GB র্যাম আর 8GB স্টোরেজের। আর এবার কোম্পানি এই ফোনের আরও একটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে।
আমরা যদি স্পেসিফিকেশান দেখি তবে এই Xiaomi Redmi Go ফোনটিতে 5 ইঞ্চির HD ডিসপ্লে আছে যার রেজিলিউশান 720×1280 পিক্সাল। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 16:9। স্পেসিফিকেশানের ক্ষেত্রে Redmi Go ফোনটিতে 5 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1280×720 পিক্সালের। আর এর অ্যাস্পেক্ট রেশিও 16:9। স্মার্টফোনটিতে 3000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আপনারা এবার 1GB র্যামের সঙ্গে 8GB স্টোরেজ পাবেন আর সঙ্গে 16GB র ইন্টারনাল স্টোরেজের ফোনও এবার এসে গেছে যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড গো ফোন আর এতে তাই outube Go, Gmail Go, Maps Go ইত্যাদি আছে।
এই ডিভাইসটি 20 টির বেশি ভারতীয় ভাষা সাপোর্ট করে। আর গুগল অ্যাসিস্টেন্সের হিন্দি, ইংরেজি আর হিংলিশে ব্যাবহার করা যায়। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 8MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা LED ফ্ল্যাশের সঙ্গে এসেছে আর এই ফোনে 7টি রিয়েল টাউম ফিচার আছে।
ফোনের ফ্রন্টে 5MP র AI বিউটিফাই সেলফি ক্যামেরা আছে আর এই সেলফি ক্যামেরা অটো HDR সাপোর্ট করে। আর স্মার্টফোনটি ব্রাশড মেটালিক ফিনিসের সঙ্গে এসছে আর এটি ব্লু আর ক্লাসিক কালারে লঞ্চ করা হয়েছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।