সম্প্রতি গত সপ্তাহে Redmi 7A ফোনটির কথা জানা গেছিল আর সেই সময়ে এই ফোনের দাম আর এটি কবে কোথায় পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানা জায়নি। Xiaomi র সাব ব্র্যান্ড Redmi বলেছিল যে তাদের Redmi K20 সিরিজ লঞ্চের সময়ে এই ফোনের ডিটেল জানা যাবে। আর এবার এই ফোনটির দাম জানা গেছে।
আর এর সঙ্গে কোম্পানি অনুসারে Redmi 7A ফোনটির প্রাথমিক দাম 549 ইউয়ান মানে প্রায় 5,500 টাকা। আর ফোনটির বেস ভেরিয়েন্ট 2GB/16GB । আর এই ফোনে আপনারা 2GB/32GB স্টোরেজ ভেরিয়েন্টটি 599 ইউয়ান মানে প্রায় 6,000 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটি চিনে প্রি বুকিং শুরু হ্যে গেছে। আর ফোনটি প্রথম 6 মে সেলে আসবে।
REDMI 7A ফোনটির স্পেসিফিকেশান
Redmi 7A ফোনটি ডুয়াল ন্যানো সিম 5.45 ইঞ্চির HD(720x1440p) ডিসপ্লে আর 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত হবে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 প্রসেসার পাবেন। আর এই ডিভাইসটি আউট অফ দ্যা বক্স অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর MIUI 10 য়ে চলবে।
ফোনটিতে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনটিতে 4000mAh য়ের ব্যাটারি আর 13MP র রেয়ায়ার আর 5MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।