Xiaomi Redmi 5 ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্টটি লঞ্চ হল

Updated on 31-Jan-2018
HIGHLIGHTS

এই নতুন ভেরিয়েন্টটি ব্ল্যাক, গোল্ড আর ব্লু কালারে কিনতে পাওয়া যাবে

গতবছর ডিসেম্বর মাসে সাওমি Redmi 5 ফোনটি চিনে লঞ্চ করেছিল। সেই সময় চিনে Xiaomi Redmi 5 ফোনটির 2GB র‍্যাম আর 3GB র‍্যাম ভেরিয়েন্টটি সেলের জন্য পাওয়া গেছিল। এরকম খবরও পাওয়া গেছে যে ক্মোম্পানি Redmi 5 Plus ভেরিয়েন্টটিকে Redmi Note 5 নামের সঙ্গে ভারতে লঞ্চ করবে। ফ্লিপকার্টের কিছু সেরা ব্লুটুথ স্পিকার

তবে বাজারের চাহিদা দেখে এবার সাওমি Redmi 5 ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করেছে। কিন্তু এই 4GB র‍্যাম ভেরিয়েন্টটির ইন্টারনাল স্টোরেজ 32GB দেওয়া হয়েছে। এই ফোনটি সাওমির চিনের অনলাইন স্টোর্সে কিনতে পাওয়া যাচ্ছে।

Xiaomi Redmi 5 ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম  CNY 1,099 ($173 or €139) রাখা হয়েছে। এই নতুন ভেরিয়েন্টটি ব্ল্যাক, গোল্ড আর ব্লু রঙে কিনতে পাওয়া যাবে।

Xiaomi Redmi 5 ফোনটির র‍্যাম ছাড়া এই নতুন ভেরিয়েন্টটিতে 5.7- ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও ডিসপ্লে রেজিলিউশান 1440×720 পিক্সাল। এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসারও আছে। এটি 12MPর রেয়ার আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত। এই ফোনটিতে 3300mAh এর ব্যাটারিও দেওয়া হয়েছে। এটি MIUI 9.1 এর ওপর কাজ করে যা অ্যান্ড্রয়েড 7.1.2 নৌগাট বেসড।

সোর্সঃ

Connect On :