ভারতে Xiaomi Redmi 4A র দাম Rs.5,999 রাখা হয়েছে আর এটিতে 4G VoLTE সাপোর্ট থাকছে
আপাতত ভারতীয় বাজারে 4G ফোনের চাহিদা বেড়ে গেছে. যদিও বেশিরভাগ 4G VoLTE স্মার্টফোন সাধারন ইউজার্সদের বাজেটের মধ্যে থাকেনা. কিন্তু বাজারে অনেক নতুন কোম্পানি এসেছে যা কম দামে ইউজার্সদের ভাল 4G VoLTEর ফিচার দেয়. কিছু দিন আগেই সাওমি ভারতের বাজারে নিজেদের সবথেকে সস্তা 4G VoLTE স্মার্টফোন সাওমি রেডমি 4A (Xiaomi Redmi 4A) নিয়ে এসছে. এখনও অব্দি বহুবার এই স্মার্টফোনটি সেলের জন্য পাওয়া গেছে আর 20 এপ্রিল Xiaomi Redmi 4A আরো একবার ভারতীয় ইউজার্সদের জন্য সেলের জন্য পাওয়া যাবে. Xiaomi Redmi 4A এর দাম Rs.5,999 রাখা হয়েছে.
Xiaomi Redmi 4A এর ফিচার্স এর দিকে তাকালে দেখা যাবে যে এতে 5ইঞ্চির HD ডিসপ্লের সঙ্গে মেটাল বডি ডিজাইন দেওয়া হয়েছে. এটি কোয়াডকোর স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আর অ্যাড্রিনো 308 GPU যুক্ত. এতে 2GBর র্যাম আর 16GB র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে. বলে ডি যে, এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.
Xiaomi Redmi 4A তে থাকা ক্যামরার দিকে তাকালে দেখা যাবে যে এতে 13MPর রেয়ার ক্যামেরা f/2.2 অ্যাপার্চার, HDR মোড আর রিয়াল টাইমের সঙ্গে আছে. এতে 5MPর ফ্রন্ট ক্যামেরাও আছে. Xiaomi Redmi 4A তে 4G LTE সাপোর্ট পাওয়া যায়. এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত এটি MIUI 8.0 তে কাজ করে. Xiaomi Redmi 4A তে 3120mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে. এটি ডার্ক গ্রে, গোল্ড আর রোজ গোল্ড রঙে পাওয়া যাবে.