সাওমি দিল্লিতে তাদের 2000 তম সার্ভিস সেন্টার খুলেছে

সাওমি দিল্লিতে তাদের 2000 তম সার্ভিস সেন্টার খুলেছে
HIGHLIGHTS

সাওমি দিল্লিতে তাদের 2000 তম সার্ভিস সেন্টার খুলেছে

কোম্পানি অরায় 680 টি শহরে নিজেদের স্টোর খুলেছে

সাওমি এই সময়ে ভারতের সব থেকে বড় ব্র্যান্ড

সাওমি ভারতের রাজধানি দিল্লিতে তাদের 2000 তম পরিষেবা সেন্টার ওপেন করেছে। এই সেন্টার সবে ওপেন করা হয়েছে। আর এর সঙ্গে কোম্পানি প্রায় 680 টি শহরে তাদের সেন্টার খুলেছে। আর এর মধ্যে কোম্পানি ভারতের এক নম্বর ব্র্যান্ড হিসাবে উঠে এসেছে। আর এছাড়া এটি প্রথম ব্র্যান্ড যা ISO 9001 আর 1401 সার্টিফায়ডে। এর কারন এদের আফটার সেলস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম।

আর এই সময়ে বাজারে কোম্পানির K সিরিজের দুটি ফোন সবে লঞ্চ হয়েছে। এই দুটি ফোন হল Redmi K20 আর Redmi K20 Pro । যা কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোন হিসাবে নিয়ে এসেছে।

REDMI K20 ফোনের স্পসিফিকেশান

Redmi K20 ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। ফোনটি ভাল ইভিজ্ঞতা দেওয়ার জন্য ডার্ক মোড, রিডিং মোড আছে। আর এই ফোনের ব্যাক সাইডে 3D কার্ভড গ্লাস ব্যাক দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত।

REDMI K20 PRO র স্পেসিফিকেশান

Redmi K20 Pro ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। আর এই ফোনে অ্যাড্রিনো 640 আছে। আর ফোনটিতে আপনারা 8GB LPDDR4X র‍্যাম পাবেন। আর এই ফোনে আপনারা 256GB UFS 2.1 স্টোরেজ পাবেন। ডিভাইসে মোট 8টি লেয়ার গ্রাফাইট কুলিং সিস্টেম আছে।

ক্যামেরার ক্ষেত্রে প্রো ভেরিয়েন্টে 20MP র পপ আপ সেলফি ক্যামেরা আছে আর এই ফোনে আপনারা AI পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo