Xiaomi Mi 6X এর একটি নতুন ফটো লিক হয়েছে, আর এবার আরও কিছু ফ্যাক্টস সামনে এল

HIGHLIGHTS

সম্প্রতি এক মাস আগেই TPUকেসের ফটো অনলাইনে দেখা গেছিল

Xiaomi Mi 6X এর একটি নতুন ফটো লিক হয়েছে, আর এবার আরও কিছু ফ্যাক্টস সামনে এল

গত বছর সাওমি Mi 5C আর Mi 5X ফিন দুটি নিয়ে এসেছে। আর এবার আশা করা হছে যে খুব তাড়াতাড়ি এই ফোন গুলির জায়গা নিতে বাজারে সাওমি নতুন ডিভাইস আসতে চলেছে, যার নাম Mi 5X হতে পারে আপাতত এটিকে Mi 6X নামে ডাকা হচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার এই নতুন ফোনটির বিষয়ে একটি নতুন খবর সামনে এসেছে। এবার এই ফোনের রেয়ার অংশের একটি ছবি লিক হয়েছে, তবে এটা প্রথম নয় যখন Mi 6X এর বিষয়ে কোন লিক সামনে এসেছে। সম্প্রতি একমাস আগেই TPU কেসের ফটো অনলাইনে দেখা গেছিল।

আগের লিক অনুসারে Mi 6X ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা রেয়ার অংশের বা দিকে থাকবে। LED ফ্ল্যাশও এই দুটি ক্যামেরার মাঝে থাকবে। যেমনটা iPhone Xএ দেখা গেছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo