Xiaomi ব্র্যান্ড লঞ্চ করল প্রথম “Made in Bangladesh” স্মার্টফোন, জানুন

Updated on 08-Dec-2021
HIGHLIGHTS

Xiaomi ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে হাজির করল Redmi 9A স্মার্টফোন

এই হ্যান্ডসেটকে বাংলাদেশের গাজিপুরের Xiaomi প্ল্যান্টে তৈরি করা হয়েছে

বাংলাদেশের প্রত্যেকটি Mi স্টোরে 8,799 টাকাতে পাওয়া যাবে এই মোবাইল

Xiaomi ব্র্যান্ড সম্প্রতি বাংলাদেশ টেক মার্কেটে নিয়ে আসতে চলেছে নতুন স্মার্টফোন। Redmi 9A ফোনকে বাংলাদেশের ক্রেতাদের জন্য হাজির করা হয়েছে। 6 ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রত্যেকটি Mi স্টোরে পাওয়া যাবে এই হ্যান্ডসেট দাম হবে বাংলাদেশের কারেন্সিতে 8,799 টাকা।

জানা যাচ্ছে যে এই হ্যান্ডসেটকে বাংলাদেশের প্ল্যান্ট থেকেই তৈরি করা হয়েছে। এটি শাওমি ব্র্যান্ডের Made in Bangladesh প্রজেক্টের মধ্যে পড়ছে। যেখানে বলা হয়েছে যে প্রত্যেকবছর বাংলাদেশের নিজস্ব Xiaomi প্ল্যান্ট থেকে প্রায় 30 লক্ষ স্মার্টফোন তৈরি করা হবে। আসলে বাংলাদেশের কাস্টমারদের কাছে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে শাওমির তরফে ।

Redmi 9A (বাংলাদেশ এডিশন) ফোনের স্পেসিফিকেশন-

• Redmi 9A স্মার্টফোন আসছে 6.53 ইঞ্চির ডট – ড্রপ ডিসপ্লের সাথে।

• এই হ্যান্ডসেট কাজ করবে মিডিয়াটেক হেলিও G25 অক্টা- কোর গেমিং চিপসেটে।

• স্পেশ্যাল ফিচার হিসেবে রয়েছে 12 ন্যানোমিটারের গেমিং প্রসেসর এবং P2i ন্যানো কোটিং।

• স্টোরেজ হিসেবে রয়েছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল।

• এই মডেলের পিছনের দিকে রয়েছে 13MP AI অপ্টিমাইজড ক্যামেরা।

• ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5MP সেন্সর।

• এই ডিভাইস আসছে 5,000 mAh ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে।

• এই স্মার্টফোন পাওয়া যাবে গ্র্যানাইট গ্রে, পিকক গ্রিন, স্কাই Blue কালার ভ্যারিয়েন্টে।

প্রসঙ্গত, বাংলাদেশের গাজিপুরে এখন শাওমি ব্র্যান্ডের প্ল্যান্ট হাউস রয়েছে। শাওমির তরফে Redmi 9A স্মার্টফোন লঞ্চের বিষয়ে বলা হয়েছে যে , বাংলাদেশের যে সমস্ত ক্রেতারা বাজেট ফ্রেন্ডলি ফোনের সন্ধানে থাকেন, তাদের জন্যই নিয়ে আসা হচ্ছে এই হ্যান্ডসেট।

Xiaomi বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন যে,শাওমি ব্র্যান্ড প্রথম থেকেই বাংলাদেশের ক্রেতাদের জন্য প্রিমিয়াম স্টাইল, সুপিরিয়ার কোয়ালিটির এবং কাটিং এডজেস টেকনোলজির স্মার্টফোন হাজির করেছে। এই প্রথম বাংলাদেশে তৈরি মোবাইলকে সেখানকার মানুষের জন্য নিয়ে আসা হচ্ছে।

Connect On :