Xiaomi India ইন্ডিপেন্ডেন্ড ডে সেলের আয়োজন করেছে

HIGHLIGHTS

Xiaomi Independence Day সেল mi.com য়ে 12 আগস্ট পর্যন্ত চলবে

Xiaomi India ইন্ডিপেন্ডেন্ড ডে সেলের আয়োজন করেছে

Xiaomi India তাদের ওয়েবসাইটে ইন্ডিপেন্ডেন্ট ডে সেলের আয়োজন করেছে। এই সেল 12 আগস্ট পর্যন্ত mi.com য়ে চলবে । Mi Mix 2 য়ে কোম্পানি 5000 টাকার ডিস্কাউন্ট নিয়ে এসেছে আর এর পরে এই ডিভাইসটি 24,999 টাকার বদলে 19,999 টাকায় কেনা যাবে। আর এছাড়া Mi Max2 স্মার্টফোনে 100 টাকা আর Mi Band 2 য়ে 200 টাকার ডিস্কাউন্ট পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi Mi Mix 2 স্মার্টফোনটি 2017 সালে লঞ্চ করা হয়েছিল। এই ডিভাইসটিতে 5.99 ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1080×2160 পিক্সাল। আর এই স্মার্টফোনটি অক্টা-কোর প্রসেসার আর 6GB র‍্যাম যুক্ত। আর এই ডিভাইসে 3400mAh য়ের ব্যাটারি আছে। Xioami Mi Mix 2 স্মার্টফোনটিতে 12 মেগাপিক্সালের ক্যামেরা আর 5 মেগাপিক্সলাএর ফ্রন্ট ক্যামেরা আছে।

Xiaomi Redmi Note 5 pro আর Mi LED TVs কেও কোম্পানি নিজেদের সেলে নিয়ে এসেছে। এই ডিভাইসটি ওপেন সেলে পাওয়া যাবে। আর আউট অফ স্টক হওয়ার ভয়ও নেই।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo