19:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে Huawei Nova 3e লঞ্চ হল

HIGHLIGHTS

এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও আছে আর এর ব্যাকে ভার্টিকালি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে

19:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে Huawei Nova 3e লঞ্চ হল

Huawei তাদের নতুন স্মার্টফোন Nova 3e লঞ্চ করে দিয়েছে। এই ফোনটিকে এখন চিনে লঞ্চ করা হয়েছে আর এর গ্লোবাল লঞ্চের বিষয়ে এখনই কিছু জানা যায়নি। Huawei Nova 3e ফোনটির স্পেসিফিকেশান একবার দেখে নেওয়া যাক। এই ডিভাইসটির ডিসপ্লেতে notchআছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও আছে আর এর ব্যাকে ভার্টিকাল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আজকে এই স্মার্টফোন গুলি পেটিএমমল থেকে ক্যাশব্যাক অফারে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nova 3e স্মার্টফোনটিতে 5.84 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1080×2280 পিক্সাল। এই ডিসপ্লেতে iPhone X য়ের মতন টপে notch আর মিনিমাল বেজাল আছে। এই ডিসপ্লের টপে 2.5D কার্ভড গ্লাসের প্রোটেকশান আছে।

Huawei Nova 3e ফোনটিতে অক্টা-কোড় কিরিন 659 প্রসেসার দেওয়া হেয়ছে যা 4GB র‍্যাম যুক্ত। আর এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে, এর একটি ভেরিয়েন্টে 64GB স্টোরেজ আর অন্য ভেরিয়েন্টটিতে 128GB’র স্টোরেজ আছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজই মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যায়।

এই ডিভাইসটির ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরা 16MP’র যা f/2.2 অ্যাপার্চার যুক্ত আর এর সেকেন্ডারি ক্যামেরাটি 2MP’র। রেয়ার ক্যামেরা সেন্সার PDAF আর LED ফ্ল্যাশ মডিউল যুক্ত। এই স্মার্টফোনটির ফ্রন্টে 24MP’র Sony IMX576 সেন্সার আছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত। আজকে ডিএসএলআর ক্যামেরা সহ আরও বেশ কিছু জিনিসের ওপর ফ্লিপকার্ট ভাল ডিস্কাউন্ট দিচ্ছে

আকেন্টিভিটির জন্য এই ডিভাইসটিতে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ 4.2, GPS / GLONASS, NFC, 3.5mm অডিও জ্যাক, USB টাইপ C 2.0 সাপোর্ট করে। Nova 3e ফোনটিতে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

Huawei Nova 3e ফোনটির 64GB ভেরিয়েন্টের দাম 1,999 Yuan (প্রায় 20,580 টাকা) আর এর 128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 2,199 Yuan (প্রায় 22,645টাকা) আর এই ডিভাইসটি চিনে 27 মার্চ সেলের জন্য পাওয়া যাবে।

Via

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo