VIVO Z1 Pro ফোনটি আজকে আরও একবার ফ্লিপকার্টে কেনা যাবে

Updated on 26-Jul-2019
HIGHLIGHTS

Vivo Z1 Pro ফোনের প্রাথমিক দাম 14,990 টাকা

এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন

ফোনটি ট্রিপেল কার্ড স্লটের ফোন

ভিভোর Z1 Pro ফোনটি আপনারা যদি কিনে না থাকতে পারেন তবে আজকে এই ফোনটি আপনারা ফ্লিপকার্ট থেকে আরও একবার কেনার সুযোগ পাবেন। এই ফোনটি আজ দুপুর 12টার সময়ে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ফোনটির প্রাথমিক দাম 14,990 টাকা।

Vivo Z1 Pro ফোনের দাম

Vivo Z1 Pro ফোনের প্রথমিক দাম 14,990 টাকা, আর এটি এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম। এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,990 টাকা। আর এর সঙ্গে এই ফোনের সব থেকে বড় ভেরিয়েন্টটি 17,990 টাকায় কেনা যাবে যা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ অফার করছে।

Vivo Z1 Pro ফোনের স্পেক্স

Vivo Z1 Pro ফোনটিতে আপনারা 6.53 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 পাবেন। ফোনটি ট্রিপেল কার্ড স্লট সাপোর্ট করে।

এই ফোনে আপনারা তিনটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। ফোনে 4GB র‍্যাম 64GB স্টোরেজ, 6GB র‍্যাম 64GB স্টোরেজ আর 6GB র‍্যাম আর 128GB স্টোরেজে কিনতে পারবেন। এই ফোনে আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এটি ফাস্ট চার্জ সাপোর্ট করে।

আর এবার যদি আমরা এই ফোনের ক্যামেরার বিষয়ে কথা বলি তবে এই ভিভোফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 16MP+8MP+2MP র ক্যামেরা অফার করে। আর এই ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লেতে 32MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Connect On :