ভারতে খুব তাড়াতাড়ি আসবে VIVO Z1 PRO ফ্লিপকার্টে ফোনটি কেনা যাবে

HIGHLIGHTS

Vivo Z1 Pro ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হবে

ফোনটি তাড়াতাড়ি ভারতে আসবে

ভারতে খুব তাড়াতাড়ি আসবে VIVO Z1 PRO ফ্লিপকার্টে ফোনটি কেনা যাবে

ভিভো জানিয়েছে যে তারা তাদের Vivo Z1 Pro ফোনটি ফ্লিপকার্টে লঞ্চ করবে। আর এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 7 সিরিজের সঙ্গে আসবে। আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা আর ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে আর ফোনটি ভারতে Vivo Z5X হিসাবে আনবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভিভো ইন্ডিয়ার ব্র্যান্ড রেজিস্ট্রি ডায়রেক্টার Nipun Marya বলেছেন যে ,” আমরা আমাদের রেজিস্ট্রিতে ইনোভেটিভ আর দরকারি অভিজ্ঞতা অ্যাড করে আর ফ্লিপকার্টের সঙ্গে পার্টনার্শিপ করে এক সঙ্গে এগোচ্ছি। নতুন Z সিরিজ যুবকদেত কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে।“ আর কোম্পাই এই ডিভাইসে কিজি USPs হাইলাইট করেছে।

 

কোম্পানি বলেছে যে Z1 Pro ভারতে জেন Z স্মার্টফোন কঞ্জিউমের কথা মাথায় রেখে বানানো হচ্ছে। আর এই ফোনে বড় স্ক্রিন ভিউয়ের সঙ্গে দেইয়ায় হবে যা সহজে মাল্টিটাস্কিং করতে পারে। আর এই ফোনে কোম্পানি ফাস্ট চার্জিং দিতে পারে। আর এই ফোনে AI পাওয়ার্ড সেলফি শুটার দেওয়া হবে। এই ফোনে কি রকম সেন্সার থাকবে তা জানা জায়নি।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo